কলকাতা: আজিমগঞ্জ কাটোয়া শাখায় ট্রেনে যাত্রী ভাড়া নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যত রেল ভাড়া কমানোর দাবি তুলে মুখ্যমন্ত্রী চিঠি লিখলেন রেলমন্ত্রীকে। করোনা অতিমারীর সময় এই শাখায় রেল ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল। এখনও সেই ভাড়া কার্যকর রয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছে সেখানকার যাত্রী সংগঠন। যাতে পুরনো ভাড়ায় ফিরে গিয়ে দশ টাকা রেল ভাড়া হয় সেই প্রসঙ্গ তুলেই রেলমন্ত্রীকে চিঠি লেখেন এদিন মুখ্যমন্ত্রী।
পাশাপাশি রেলমন্ত্রী থাকাকালীন ‘ইজ্জত’ নামে যে প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথাও চিঠিতে তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন আজিমগঞ্জ কাটোয়া শাখায় পূর্ব রেলের যাত্রী সংগঠনের সভাপতি ভাড়া কমানোর বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। সেই আর্জি মেনেই ওই শাখায় ভাড়া কমানো নিয়ে রেলমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী তাঁর পাঠানো চিঠিতে লেখেন ‘মুর্শিদাবাদ জেলা এবং সংলগ্ন এলাকায় অনেক গরীব মানুষের বসবাস। বেশি ভাড়ার টিকিট কাটা তাদের পক্ষে সম্ভব নয়। তাঁদের মধ্যে অধিকাংশই দিনমজুর। বিপিএল আওতাভুক্ত তারা। রোজ তাদের বাড়ি থেকে কর্মক্ষেত্রে যেতে হয় ট্রেনে করে।” মুখ্যমন্ত্রী তাঁর পাঠানো চিঠিতে রেলের ৬৩ নম্বর অনুচ্ছেদ উল্লেখ করেছেন। মূলত ২০০৯-১০ সালে রেল বাজেটের ৬৩ নম্বর অনুচ্ছেদ এদিন উল্লেখ করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন:মুহূর্তেই লণ্ডভণ্ড…! তাঁবুর বাইরে ছোটাছুটি…! অবশেষে অভিষেক নিলেন ‘বড়’ সিদ্ধান্ত
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন সেই সময় ২৫ টাকায় মান্থলি টিকিটের কথা জানিয়েছিলেন। পাশাপাশি ইজ্জত নামে যে প্রকল্প নাম রাখা হয়েছিল সেই প্রকল্পটিও তুলে নেওয়া হয়েছে। ট্রেনের ভাড়া কমানো নিয়ে বহুবার পূর্ব রেলকে জানিয়েছিল ওই যাত্রী সংগঠন।
কিন্তু যাত্রী সংগঠনের অভিযোগের পরেও কোনও কাজ হয়নি বলে মুখ্যমন্ত্রী তাঁর পাঠানো চিঠিতে উল্লেখ করেছেন। তাই তাঁর পাঠানো চিঠিতে আজিমগঞ্জ কাটোয়া শাখায় রেল ভাড়া আবার ১০ টাকা করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারই পুরী – হাওড়া বন্দে ভারত ট্রেনের সূচনা করেন প্রধানমন্ত্রী ভার্চুয়ালি। রেলমন্ত্রী, এদিন সেই বন্দে ভারত ট্রেনে করেই পুরী থেকে হাওড়া স্টেশনে আসেন। যদিও মুখ্যমন্ত্রীর পাঠানো চিঠি নিয়ে বিষয়টি দেখার আশ্বাসও দিয়েছেন এদিন রেলমন্ত্রী।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।