#কলকাতা: অমিত শাহের সফরের দিনেই উত্তরপ্রদেশ, বিহারের প্রসঙ্গ তুলে বাংলাকে নিরাপদ রাজ্য বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা আরও ২০ লক্ষ মহিলার হাতে তুলে দেওয়ার অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা বললেন, '' এটা উত্তরপ্রদেশ, বিহার নয়। এখানে রং দেখে বিচার হয় না! এখানে শাস্তি হয়। কোনও ঘটনা ঘটলে পুলিশকে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে বলেছি। কোনও রং না দেখে যেন ব্যবস্থা নেওয়া হয়।''
বর্তমানে রাজ্যের প্রায় এক কোটি ৬০ লক্ষ মহিলা এই প্রকল্পের সুবিধা পান। আজ, বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 'লক্ষীর ভান্ডার' প্রকল্পের অর্থ বিতরণের আয়োজন করা হয়, অনুষ্ঠানে হাজির ছিলেন খোদ মাননীয়া। বিভিন্ন জেলা থেকে আসা মহিলাদের হাতে প্রকল্পের টাকা তুলে দেন। আজকের দিনটি মা মাটি মানুষকে উৎসর্গ করেন মুখ্যমন্ত্রী! তাঁর ভাষায়, '' গত বছর এই দিনে আপনাদের আশীর্বাদে তৃতীয় বারের জন্য আমার শপথ নেওয়ার সুযোগ হয়েছিল । আজকের দিন মা মাটি মানুষকে উৎসর্গ করতে চাই। সে জন্যই বেছে নিয়েছি আমাদের সমাজের মূল প্রাণ, আমার মা-বোনেরা, যাঁরা ঘরের লক্ষ্মী।''
আরও পড়ুন: বড় খবর! শুক্রবার রাতে সৌরভের বাড়িতে নৈশভোজে যেতে পারেন অমিত শাহ
দলের তরফ থেকে দলীয় সহকর্মীদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। মা-মাটি-মানুষের উদ্দেশ্যে বলেন, '' ভুল হলে ধরিয়ে দেবেন। কাজের সুযোগ দেবেন। মানুষ হলেই ভুল হতে পারে। ভুল করাও একটা অধিকার। কারও কোনওকিছু খারাপ লাগলে আমি ক্ষমাপ্রার্থী। বাংলা উন্নয়নের পথে ৷ পঞ্চায়েত ও পুরসভা স্তরে আরও কাজ হবে। আমি জেলা সফর শুরু করছি। আগামী ১০ তারিখ থেকে আমার জেলা সফর।'' বিরোধীদের হুঁশিয়ারি , '' পাবলিকের পকেট থেকে যে 'মানি' কাটছে, সেটা কি কাটমানি? না ছাটমানি? পকেট কাটলে কি বলা হয়? পকেটমার? আগে নিজেদের দিকে তাকান। মুর্শিদাবাদ খাতা খুললে গ্যাস ও পেট্রোল পাম্প কেলেঙ্কারি বের হবে।''
Somraj Bandopadhyay
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Mamata Banerjee