#কলকাতা: দু'দিন ধরে দফায় দফায় অশান্তি চলছে। লোকাল ট্রেন (Local Train) চেয়ে বিক্ষুব্ধ জনতা হিংসাত্মক হয়ে উঠেছে সোনারপুর অঞ্চলে। কিন্তু করোনার কথা মাথায় রেখে এখনই লোকাল ট্রেন চালু করতে চাইছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এ দিন সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন তিনি।
বিক্ষোভের বিষয়টি সামনে আসতেই মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন স্পষ্ট বলেন, "প্ররোচনা দেবেন না। আমরা তো সব খুলে রেখেছি প্রায়। কিন্তু ট্রেন চললে করোনা বাড়বে। দোকানপাট তো এমনিতেই খোলা আছে। আমরা বন্ধ করিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, "অনেক জায়গায় তো কার্ফু থেকে শুরু করে অনেক কিছুই করেছে। আমরা তো সেসব কিছুই করিনি। কিন্তু এখন ট্রেন চালালে দুনিয়ার লোকের করোনা হবে।" অর্থাৎ মুখ্যমন্ত্রী স্পষ্টই বুঝিয়ে দিচ্ছেন ধাপে ধাপে নিয়মে শিথিলতা আনলেও করোনার কথা মাথায় রেখেই এখুনি লোকাল ট্রেন চাইছেন না তিনি।
এ দিকে, আজও রাজ্যকে চিঠি দিয়ে লোকাল ট্রেন চালু করার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার অনীত দৌলত জানিয়েছেন, চিঠিতে বলা হয়েছে লোকাল ট্রেন চালানোয় কী ধরনের অসুবিধা হচ্ছে। তিনি আরও জানাচ্ছেন, এই চিঠিতে গত দু'দিন ধরে শিয়ালদহ ডিভিশনের কী অবস্থা হয়েছে, যাবতীয় তথ্য তুলে ধরা হয়েছে। উল্লখ্যে এই মাসে রাজ্যকে দেওয়া রেলের দ্বিতীয় চিঠি এটি।
শুধু জনস্বার্থেই নয় অর্থনীতির প্রশ্নেও ট্রেন চালাতে চায় রেল। দীর্ঘ দিন ধরে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেনগুলি শুধু চালু থাকায় রেলের আয় তলানিতে ঠেকেছে। রেল সূত্রে খবর, শুধুমাত্র হাওড়া ডিভিশনে এপ্রিল মাসে প্রতিদিন ৫৬ লক্ষ টাকা আয় হত। এখান থেকেই রেলের দৈনিক ক্ষতির পরিমাণটা বোঝা সম্ভব।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: COVID19, Mamata Banerjee