#কলকাতা: প্ল্যান করেই হামলার নাটক করছে বিজেপি৷ দক্ষিণ ২৪ পরগণার শিরাকোলে জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় এমনই আশঙ্কা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন মেয়ো রোডে গান্ধি মূর্তির নীচে কৃষকদের সমর্থনে তৃণমূলের সমাবেশে গিয়ে তিনি বলেন, লোক হচ্ছে না বলেই জাতীয় সংবাদমাধ্যমের নজর কাড়তে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে৷ কেন পঞ্চাশটি গাড়ির কনভয় নিয়ে বিজেপি সভাপতি যাচ্ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে ছোট কোনও ঘটনা ঘটলেও প্রকৃত কী হয়েছিল তা তিনি খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷
এ দিন বিজেপি সভাপতি জে পি নাড্ডা ডায়মন্ড হারবারে যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগণার শিরাকোলে তাঁর কনভয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূল কর্মী, সমর্থকদের বিরুদ্ধে৷ বিজেপি সভাপতির গাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট, লাঠি৷ বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, মুকুল রায়দের গাড়িতেও হামলা করা হয় বলে অভিযোগ৷
এই ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই আঙুল তুলেছেন জে পি নাড্ডা সহ বিজেপি নেতারা৷ বাংলার সরকারকে এই হামলার জবাব দিতে হবে বলে ট্যুইটারে দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
এ দিন মেয়ো রোডের সভা থেকে মুখ্যমন্ত্রী পাল্টা তোপ দেগে বলেন, 'প্রতিদিন যেন আর কোনও পার্টি প্রোগ্রাম করবে না৷ শুধু একটা দলই করবে৷ কাজ নেই তো কিছু, লোকের কাজ করে না৷ কোনও দিন একটা চিফ মিনিস্টার চলে আসবে, কোনও দিন হোম মিনিস্টার, কোনও দিন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা...এক একদিন এক একজন চলে আসবে আর লোক যদি না হয় তাহলে নাটক করবে যাতে জাতীয় সংবাদমাধ্যমে ভাল করে দেখায়৷ দেখো আমায় মেরেছে, আহা রে?'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'তোমার পিছনে পঞ্চাশটা গাড়ি কেন যায়? তার সঙ্গে তিরিশটা প্রেস, চল্লিশটা বাইকের কনভয়৷ আমার পিছনে তিনটে গাড়ি থাকে৷ কলকাতায় দুটো গাড়ি৷ তোমাদের নেতা আসছে ভাল কথা, আমরা হিংসাকে ঘেন্না করি৷ পঞ্চাশটা গাড়ি গেলে তো এমনিই দুর্ঘটনা ঘটতে পারে৷ কে দেখছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে? তার মানে কী আগেই প্ল্যান করা ছিল? লেজুর গাড়িতে কে হঠাৎ করে একটা ঢিল মারল আর এত তাড়াতাড়ি ছবি, ভিডিও তৈরি হয়ে গেল? খুব বেশি ওভারস্মার্ট? স্যাটেলাইট থেকে কাজ করছে নাকি!'
#WATCH They (BJP) has no other work. At times Home Minister is here, other times its Chaddha, Nadda, Fadda, Bhaddha is here. When they've no audience, they call their workers for doing Nautanki: West Bengal CM Mamata Banerjee addressing a public rally in Kolkata pic.twitter.com/uXrIyhdrj2
— ANI (@ANI) December 10, 2020
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বিজেপি নেতারা রাজ্যে এলে তাঁদের কর্মসূচি সম্পর্রে রাজ্যকে কিছুই জানানো হয়না৷ নিরাপত্তাও চাওয়া হয়না পুলিশের থেকে৷ কিন্তু সমস্যা হলেই রাজ্যকে দোষারোপ করা হয়৷ ক্ষুব্ধ মমতা বলেন, 'এত তোমার সিআইএসএফ, বিএসএফ, কম্যান্ডো আছে তাহলে তোমার গাড়িতে হাত পড়ে কী করে? গুন্ডাকে পর্যন্ত চারটে করে সিকিউরিটি রেখে দিয়েছো৷ আমরা তো বার বার বলেছি সমস্যা হলে রাজ্যকে বলুন৷ তোমার তো অধিকার নেই আইনশৃঙ্খলা নিয়ে নাক গলানোর৷ এটা কি যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস করে দেওয়া নয়? তোমার পার্টির ক্যাডাররা যখন অস্ত্র, ছররা নিয়ে রাস্তায় নেমে পড়ে রাজ্যকে দোষারোপ করো৷ রাজ্যের উপরে নির্ভর করে দেখো, আমরা সবাইকেই নিরাপত্তা দিই৷ বিরোধী বা সরকার বলে মনে করি না৷ তৃণমূলের থেকেও বিরোধীদের বেশি সম্মান দিই৷
মুখ্যমন্ত্রী পাল্টা অভিযোগ করেন, তিনি দিল্লি গেলেই বিজেপি-র লোকেরা তাঁর বাড়ির বাইরে ঘেরাও করে, গাড়ির সামনে ঝামেলা করে৷ মুখ্যমন্ত্রী বলেন, 'সম্মান পেতে গেলে আগে অন্যকে সম্মান দিতে হয়৷ আমি সেই সম্মানটা করতে জানি৷ যদি আজ কোনও ছোট ঘটনাও ঘটে থাকে, আমি জানি না কী ঘটেছে৷ শিরাকোলে আমাদের একটা প্রোগ্রাম ছিল৷ আমরা আমাদের ছেলেদের বারণ করেছিলাম ওরা পরে করেছে৷ শিরাকোলে কিছু হয়নি৷ কোথায় একটা চায়ের দোকানের সামনে তোমার পঞ্চাশটা গাড়ি লেজুর কে কাকে ধাক্কা মেরেছে না প্ল্যানিং করে করেছো যেভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিলে৷ আমি পুলিশকে বলেছি পুরোটা তদন্ত করে দেখতে৷ সব মিথ্যে সহ্য করব না৷ ' রাজ্য পুলিশের তরফেও এ দিন ট্যুইট করে দাবি করা হয়েছে, জে পি নাড্ডার কনভয়ে কিছুই হয়নি৷
'