#কলকাতা: কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চার জনের মৃত্যুর ঘটনা নিয়ে এখনও উত্তাল রাজ্য। নির্বাচন কমিশন ৭২ ঘণ্টা শীতলকুচিতে (Mathabhanga Firing) সমস্ত রাজনৈতিক নেতা-নেত্রীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। যা নিয়ে সুর সপ্তমে তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রবিবার শিলিগুড়ি থেকে সাংবাদিক বৈঠক করে গতকালের ঘটনাকে 'গণহত্যা' বলে আখ্যা দিয়েছেন মমতা। একইসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে মৃতদের পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেন তিনি। আর মমতাকে শীতলকুচি যেতে না দেওয়ার প্রসঙ্গে এদিন ট্যুইটারে ফের সরব হয়েছেন তৃণমূল সাংসদ তথা দলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
এদিন ট্যুইটে অভিষেক লেখেন, 'নরেন্দ্র মোদি ও অমিত শাহের প্রতি নির্বাচন কমিশনের দাসত্ব অত্যন্ত বিরক্তিকর। ক্ষমতার লালসায় বিজেপি অন্ধ হয়ে গিয়েছে। নির্বাচন কমিশন অন্তত নিরপেক্ষ থাকার ভান করতে পারত।'
EC’s servitude towards @narendramodi & @AmitShah is now disgustingly vulgar. BJP’s lust for power has blinded them. At least, EC can PRETEND to be impartial!@MamataOfficial can be stopped from meeting her own people for 3 days but how will they take her out from people’s hearts?
— Abhishek Banerjee (@abhishekaitc) April 11, 2021
EC should rename MCC as Modi Code of Conduct!
BJP can use all its might but NOTHING in this world can stop me from being with my people & sharing their pain. They can restrict me from visiting my brothers & sisters in Cooch Behar for 3 days but I WILL be there on the 4th day! — Mamata Banerjee (@MamataOfficial) April 11, 2021
এদিন সকালেই মমতাও অবশ্য ট্যুইটে লেখেন, 'মডেল কোড অব কনডাক্ট-এর নাম বদলে মোদী কোড অব কনডাক্ট করুক নির্বাচন কমিশন। বিজেপি নিজের সর্বশক্তি প্রয়োগ করতে পারে, কিন্তু এই পৃথিবীতে কোনও কিছুই আমাকে আমার জনগণের সঙ্গে দেখা করে তাঁদের দুঃখ ভাগ করে নেওয়া থেকে আটকাতে পারবে না।' এদিন সেই প্রেক্ষিতে অভিষেকও লেখেন, 'মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের মানুষদের সঙ্গে দেখা করতে বাধা দিতে পারবেন তিনদিন, কিন্তু তাঁদের হৃদয় থেকে কি সরিয়ে দিতে পারবেন?'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।