#গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা: গোসাবার সভায় বৃহস্পতিবার ফের বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গার রাজনীতি করছে বিজেপি। তোপ মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য ও শিক্ষায় উন্নয়ন নিয়ে এদিন বিরোধীদেরও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। ঝড়খালিতে পর্যটন ব্যবস্থার উন্নয়নে পর্যটকদের জন্য কটেজ তৈরি-সহ একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।
গোসাবার সভাতেও ফের বিজেপি সরকারকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাঙ্গা-বঞ্চনা-সামাজিক নিরাপত্তা নিয়ে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির সরকার প্ররোচনা দিয়ে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করলেও চোখ এড়াচ্ছে না তাঁর। বহিরাগতদের থেকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। একইসঙ্গে পুলিশকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন তিনি।
গোসাবার সভায় বিরোধীদের বিরুদ্ধেও সুর চড়ালেন মমতা। স্বাস্থ্য-শিক্ষা-উন্নয়নে এই সরকারই মানুষের কথা ভাবে। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুন্দরবনের পর্যটনের উন্নয়নেও এদিন একগুচ্ছ ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড়খালিতে পর্যটকদের জন্য কটেজ তৈরি হবে। গঙ্গাসাগরেও হোম ট্যুরিজম হবে। গোসাবায় ঘোষণা মুখ্যমন্ত্রীর।
গোসাবায় পড়ুয়াদের জন্যও একগুচ্ছ ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও পাবেন কন্যাশ্রী। বিজ্ঞান বিভাগের ছাত্রীরা পাবেন ২০২৫ টাকা করে। ২০০০ টাকা পাবেন কলা বিভাগের ছাত্রীরা। ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।