#কলকাতাঃ রাজ্যে পঞ্চম দফা নির্বাচনের (West Bengal Election 2021 Phase 5) আগে মতুয়া ভোট (Matua Mahasangha) নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। মতুয়াদের ভোট নিয়ে বিজেপির (BJP) করা কটাক্ষের সপাটে জবাব দিয়েছেন মমতা বন্দোপাধ্যায় (CM Mamata Banerjee)। মতুয়াদের জন্যে মমতা বন্দোপাধ্যায় কী কী কাজ করেছেন, সেই উন্নয়নের খতিয়ান তুলে ধরে বিজেপির দিকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে তাঁর চ্যালেঞ্জ, 'তিনি কিছু করেননি এমন কথা যদি মতুয়া সম্প্রদায়ের মানুষ বলেন তাহলে তিনি ইস্তফা দেবেন রাজনীতি (Resigns from Politics) থেকে৷ আর যদি বিজেপি মিথ্যা বলে তাহলে তাঁদের নেতাকে ওঠবোস করতে হবে।'
মতুয়াদের জন্যে কী কী কাজ করেছেন, তার উল্লেখ করতে গিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন, বড় মা যখন অসুস্থ হয়েছেন, বারবার তার চিকিৎসা নিজের পয়সায় করিয়েছেন তিনি। যদিও এ কাজ তাঁর কাছে আশীর্বাদ স্বরূপ, তাও জানিয়েছেন তৃণমূল নেত্রী। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, ঠাকুরনগর রেল স্টেশন, তিনি রেলমন্ত্রী থাকাকালীন করেছেন। মতুয়াদের নামে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় গড়েছেন। এমনকি হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাজ্য সরকার ছুটি ঘোষণা করেছে তাঁর সরকার। তারপরেও বিজেপি মতুয়া ইস্যুতে যেভাবে সরকারের বিরুদ্ধাচারণে সরব হয়েছে, তার প্রতিবাদ করেছেন মমতা। আর তাই মতুয়াদের উন্নয়নে কে, কত কাজ করেছে তার চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
গত লোকসভা ভোটে মতুয়ারা মুখ ফেরানোয় বনগাঁ লোকসভা আসন হেরে যায় তৃণমূল কংগ্রেস। মতুয়াদের ঠাকুরবাড়ির পুত্রবধূ মমতাবালা ঠাকুরকে হারিয়ে সেই বাড়ির ছেলে শান্তনু বিজেপির সাংসদ হন। তবে শুধু বনগাঁ বা উত্তর ২৪ পরগণার একটা অংশ নয়, পাশের জেলা নদিয়াতেও মতুয়াদের ভোট প্রভাব ফেলেছিল। ফলে বিধানসভা ভোটের আগে মমতাকে আক্রমণ করে মতুয়া ভোট ঘরে তুলতে চাইছে বিজেপি। তাঁর পাল্টা উন্নয়নের তালিকা তৃণমূল জনসাধারণের সামনে তুলে ধরছে। উল্লেখ্য, লোকসভা ভোটে মতুয়া অধ্যুষিত রানাঘাট লোকসভা আসনও বিজেপির কাছে হেরেছিল তৃণমূল কংগ্রেস। উত্তর ২৪ পরগণা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, 'মতুয়ারা ভালই জানেন মমতা বন্দোপাধ্যায় তাঁদের জন্য কী কাজ করেছেন। এই ভোটে মতুয়াদের মন বদলেছে, সেটা বুঝতে পেরেই মমতা বন্দোপাধ্যায়ের কাজ নিয়ে মিথ্যা কথা বলছে বিজেপি।'
মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার আশ্বাসে গত লোকসভা ভোটে তৃণমূলকে কাত করে দিয়েছিল বিজেপি। যদিও মমতা বন্দোপাধ্যায় নির্বাচনী প্রচারে সরব হয়ে জানিয়েছেন, 'মতুয়ারা এই দেশের নাগরিক। তাদের কোনও পরিচয় পত্র লাগবে না। এখানে এনআরসি হবে না।'
ABIR GHOSHAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Amit Shah, Mamata Banerjee, Matua Maha Sangha, West Bengal Assembly Election 2021