#কলকাতা: একুশের মঞ্চ থেকে নিজের বক্তব্যের শুরুতেই বিজেপিকে প্রবল আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের উন্নয়নের পাশাপাশি কীভাবে বিজেপি গোটা দেশকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছে, তা নিয়ে রীতিমতো রণংদেহী মূর্তি ধারন করলেন তিনি। বিজেপিকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কী কী বললেন, দেখে নেওয়া যাক...
মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে। এটাই ওদের কাজ। বাংলায় আমাদের হারানোর চেষ্টা করেছিল। কিন্তু ওরা পারেনি। ২১ কখনও ভুলতে দেয় না। তাই তো বলি আবার ২১ ফিরিয়ে আনো বারবার। তৃণমূল কংগ্রেস থাকলে লক্ষ্মীর ভান্ডার,কন্যাশ্রী, সাস্থ্যসাথী, কৃষক বন্ধু,পেনশন ভাতা পাবেন।
গ্রামে মিউনিসিপালিটিতে যারা আছেন, তাদের বলবো মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে। আজ বিনা পয়সায় চিকিৎসা,সাস্থ্য সাথী,লক্ষ্মীর ভান্ডার ঘরে ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় রিপোর্টে কী বলছে? পশ্চিমবঙ্গ কৃষকদের রোজগারে প্রথম। আমি গর্বিত। বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কমে গেছে। একদিকে কৃষি, একদিকে শিল্প এটা আমার চ্যালেঞ্জ। জোর করে জমি নেব না। দেউচা পাচামির কাজ শুরু হয়ে গেছে।
আরও পড়ুন: আমি যা চাইছিলাম, বিজেপি নেতারা তাই করেছেন! একুশের মঞ্চে বিরাট ঘোষণা অভিষেকের
দেউচাতে সবচেয়ে ভালো কয়লা পাওয়া গেছে। আগামী ১০০ বছরে বিদ্যুতের অভাব হবে না এই দেউচা হয়ে গেলে। বরং আমরা বিদ্যুতের দাম কমাতে পারব। শিক্ষক নিয়োগ নিয়ে কোর্টে কেস চলছে। না হলে আমাদের ১৭ হাজার পোস্ট রেডি আছে। ডিপার্টমেন্ট রেডি আছে। আমরা চাই চাকরি হোক। বিজেপি চায় না চাকরি হোক। তাই তো ওরা কুটুস কুটুস করে এই লিখছে ওই লিখেছে বলছে।
আরও পড়ুন: তৃণমূলের শহিদ দিবসেই বিজেপির 'বিজয় উৎসব'! লক্ষ্য দ্রৌপদী-অস্ত্রে বাজিমাত
তোমার যদি আমি রেল বোর্ড ধরি, কয়লা ধরি। সব বলবো নাকি? একদিকে তুমি বন্ধ করবে, অন্যদিকে আমি চালু করব। আমি জানি রাস্তা কী ভাবে বের করতে হয়। সব জায়গায় গদ্দারের লোকজনদের চাকরি দিতে হবে। যে যা চাকরি পাবে নিজের যোগ্যতায় পাবে। কাজ করতে গেলে ভুল হয়। সিপিআইএম-এর আমলে চাকরি হয়েছিল। ১০,১৫ লাখ টাকায় চাকরি হয়েছিল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 21 July Rally, Mamata Banerjee, TMC