হোম /খবর /কলকাতা /
'যতবার দিল্লি গিয়েছি, ততবার বাড়ির সামনে..' বিস্ফোরক অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার

'যতবার দিল্লি গিয়েছি ততবার আমার বাড়ির সামনে...' বিস্ফোরক অভিযোগ তুলে হুঁশিয়ারি মমতার!

দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী? ফাইল ছবি

দিল্লিতে গিয়ে ধরনায় বসবেন মুখ্যমন্ত্রী? ফাইল ছবি

Mamata Banerjee: কেন্দ্রকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, "বাংলাকে গোল্লা দিয়েছে। আমাদের যদি কেউ চমকায় আমরা কিন্তু গর্জাই।"

  • Share this:

কলকাতা: ধরনার দ্বিতীয় দিনে ফের কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার, ধরনা মঞ্চ থেকে কেন্দ্রকে একের পর এক বঞ্চনা ইস্যুতে নিশানা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, "আমি বাংলার স্বার্থে প্রধান মন্ত্রীর কাছে চারবার গিয়েছি,কাগজ দিয়ে এসেছি। আমরা আপনাদের অধীনে শ্রমিক নয়। এটা মনে রাখুন।"

কেন্দ্রকে লক্ষ্য করে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, "১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিচ্ছেন। কাজ করিয়ে টাকা দিতে হবে এটা সাংবিধানিক দায়। ১০০ দিনের কাজের টাকাটা দেওয়া ৭ দিনের মধ্যে বাধ্যতামূলক। এবার প্রশ্ন করা হয়েছে কোন কোন রাজ্য ১০০ দিনের টাকা পেয়েছে। কিন্তু বাংলাকে গোল্লা দিয়েছে। আমাদের যদি কেউ চমকায় আমরা কিন্তু গর্জাই।"

আরও পড়ুন: 'ভাড়া করে ট্রেনেই যাব...' দিল্লি চলোর ডাক মমতার! ধরনা মঞ্চ থেকে বাংলার মানুষকে জোট বাঁধার আহ্বান

মুখ্যমন্ত্রী আরও বলেন, "বাংলা যদি হার মানত বিদ্যাসাগর এর বাল্য বিবাহ বন্ধ হত না। বাংলা যদি হার মানত ব্রিটিশরা একের পর এক ছেলেদের ফাঁসির কাঠে ঝোলাতে পারত না। আমরা সবাইকে নিয়ে চলি,কই আমাদের মনে তো কোনও কুকথা জাগে না! দু'দিন হয়ে গেল এখনও পর্যন্ত একটা চুনোপুটি লিডার ফোন করে বলল না। এখনকার গুন্ডারা গিয়ে দিল্লিতে গিয়ে বলে আসছে বাংলায় কিছু দেবে না।"

আরও পড়ুন: জেলায় জেলায় ঝেপে আসছে ঝড়-বৃষ্টি! ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া! বজ্রপাত! সতর্ক করল নবান্ন...

একইসঙ্গে দিল্লিতে তাঁর সফর নিয়েও গুরুতর অভিযোগ করেন মমতা। মুখ্যমন্ত্রী বলেন, "আমি যতবার দিল্লি গিয়েছি ততবার আমার বাড়ির সামনে চারটে লোককে দাঁড় করিয়ে রেখে দেওয়া হয়েছে।" এরপরেই সরাসরি কেন্দ্রের শাসক দল বিজেপিকে কড়া বার্তা দেন মমতা, "বিজেপি জেনে রেখো তোমাদেরও রাজনৈতিক অবরোধ করতে পারি। 'দিল্লি চলো' বলে যদি একটা কর্মসূচি করি, আমরা কিন্তু সব দলকে নিয়ে আসব, আমাদের ছাত্র -যুবরা ট্রেন ভরাবে। আর দিল্লি ঢুকতে না দিলে যেখানে আটকবাবে সেখানেই বসে যাব। আন্দোলন দিয়েই আমাদের জন্ম।তাই ভয় দেখাচ্ছ কাকে?"

Published by:Sanjukta Sarkar
First published:

Tags: CM Mamata Banerjee, PM Modi