#কলকাতা: বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনেও চূড়ান্ত উত্তেজনার সাক্ষী থাকল বিধানসভা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময়ই বিধানসভার ভিতরে মোদি মোদি (Narendra Modi)রব তুললেন বিজেপি বিধায়করা৷ তবে দমানো যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি তীব্র কটাক্ষ ও সমালোচনায় বিঁধলেন বিজেপিকে।
বিজেপি- তৃণমূল বিক্ষোভ, পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছিল এদিন বিধানসভা৷ এই ঘটনায় দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়৷ অধ্যক্ষের এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফের বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি৷
আরও পড়ুন- রাজ্যপালের বাজেট ভাষণ কাণ্ড ঘিরে ফের ধুন্ধুমার বিধানসভায়, সাসপেন্ড ২ BJP বিধায়ক
এদিন বিজেপি বিধায়কদের হট্টগোলের মঝেই রাজ্য সরকারের সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ বিজেপি-কে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কয়েকদিন আগেই পুরভোট হয়েছে৷ সেখানে আমরা ১০৭- এর মধ্যে ১০৪ আসনে আমরা সরাসরি জিতেছি। নিজের এলাকায় জিততে পারেনি ওরা৷ আবার কথা বলতে আসে। লজ্জা করে না ওদের। ওদের একটাও আসন পাওয়া উচিত নয়। ওরা বিধানসভায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে। বিজেপি দাঙ্গা করে।'
মুখ্যমন্ত্রী এদিন বিজেপিকে কটাক্ষ করে বলেন, ''আমরা গাড়ি চাপা দিয়ে কৃষকদের মারি না। আমরা কৃষকদের পাশে থাকি। তাই বাংলার কৃষকরাও আমাদের পাশে থাকে। দেশটার সর্বনাশ করে দিয়েছে৷ আমরা কেন্দ্রের থেকে কোনও সাহায্য পাইনি৷ ৯০ হাজার কোটি টাকা বাকি আছে৷ লজ্জা করে না। লজ্জা নেই। আমফানে টাকা দেয়নি৷''
আরও পড়ুন- রাজ্যজুড়ে একের পর এক দুর্ঘটনা, মর্মান্তিক মৃত্যু ৪ জনের!
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, আমরা চাই শান্তি, ওরা চায় অশান্তি। আমরা শিল্প চাই, ওরা চায় দূর্ভিক্ষ। ওরা মানুষের কথা শোনা না। ওরা কোভিডে মারা গেলে গঙ্গায় ভাসিয়ে দেয়। এনআরসির বিরুদ্ধে আন্দোলন করলে গুলি করে মারে। ওরা আবার কথা বলে কী করে। অপপ্রচারের জবাব দিয়েছে বাংলার মানুষ। মনে রাখবেন বাংলায় রয়্য়াল বেঙ্গল টাইগার আছে। দীর্ঘদিন বাংলা বঞ্চিত ছিল। এখন বাংলা উন্নয়নের শিখরে উঠেছে। শিক্ষাশ্রী, কন্যাশ্রী সব আমরা করেছি। ওদের এবার একেবারে বিশ্রাম নেওয়ার সময় এসেছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Assembly, Bengal BJP, CM Mamata Banerjee