হোম /খবর /কলকাতা /
‘দু’চারটি ঘটনা’ আর ‘তার জন্য ওরা বলে সবাই চোর!’, ধরনা মঞ্চ থেকে মমতা

Mamata Banerjee: ‘দু’চারটি ঘটনা’ আর ‘তার জন্য ওরা বলে সবাই চোর!’, ধরনা মঞ্চ থেকে মমতা

ফাইল ছবি

ফাইল ছবি

Mamata Banerjee: এ দিন তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়।

  • Share this:

কলকাতা: ধরনা মঞ্চ থেকে একদিকে যেমন বিরোধীদের দিকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তেমনই তিনি আক্রমণ করলেন ডিএ-আন্দোলনকারীদেরও৷ ধরনা মঞ্চ থেকে তিনি বললেন, ‘‘আমাদের সরকারে দু’চারটি ঘটনা নিয়ে বলে সবাই চোর৷ আমরা বলেছিলেন, বদলা নয়, বদল চাই৷ আবার বলছে পেন ডাউন করবে৷ সবাই বলছে না অবশ্য, কেউ কেউ করছে৷ নিজেদের ভালর জন্য সাইলেন্স (চুপ করে) থাকুন৷ ১ তারিখে মাইনে পান, পেনশনটাও পান৷’’

মমতা এদিন ধরনা মঞ্চ থেকে বলেন, ‘আবার দুয়ারে সরকার হবে। ১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত হবে। এর জন্য কত টাকা দিয়েছে কেন্দ্র সরকার? আমরা যে ইকো ট্যুরিজম পার্ক করলাম কত টাকা দিল? আমরা যে ইন্টারন্যাশনাল কনভেশন সেন্টার করলাম, দক্ষিনেশ্বরে এ ফুট ওভার-ব্রিজ করলাম, তারাপীঠে কাজ করলাম, সব করে দিয়েছি বাকি কিছু নেই। তাও বলুন না, ‘বিজেপির বাবু রা, ওহে নন্দলাল, বাংলা নিয়ে শুধু কুৎসা করবেন? একটা টাকাও দেবেন না?’

আরও পড়ুন - ‘আপনা টাইম আ গ্যায়া’, রাইজিং ইন্ডিয়ার মঞ্চে অর্থনৈতিক উন্নয়ন প্রসঙ্গে রাজনাথ

আরও পড়ুন -ধরনা মঞ্চে বড় চমক! তৃণমূলে যোগ দিলেন অভিনেতা তরুণ কুমারের নাতি সৌরভ

মমতা অভিযোগ করে বলেন, ‘এরা হচ্ছে কর্মনাশা, সর্বনাশা। বিজেপি আর সিপিআইএম হচ্ছে বাম আর রাম। বিজেপি ও সিপিআইএম একসঙ্গে যোগ করে সব কাগজ লুকিয়ে দিয়েছে। আমি খুঁজতে বলেছি। আমি নির্দেশ দিয়েছি। দেখছেন তো তারপর কি সব বেরোচ্ছে। দেখুন সব চিরকুট। টাকা নিচ্ছে, পেনশন নিচ্ছে, আরও চাই৷’

এ দিন তৃণমূলে যোগ দিলেন তরুণ কুমারের নাতি, অভিনেতা সৌরভ বন্দ্যোপাধ্যায়। ধরনা মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখলেন। উত্তম কুমার এবং তরুণ কুমারের নাতি সৌরভ টেলিপাড়ার অত্যন্ত পরিচিত মুখ।

মমতা বললেন, ‘‘আমরা মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা করি। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ আছে। আমার বাবার সঙ্গে তরুণ কুমারের যোগাযোগ ছিল। এই পরিবার বাংলার সম্মানিত পরিবার। সেদিন উত্তম কুমারের দেহ রাখতে দেওয়া হয়নি রবীন্দ্রসদনে৷ আমরা মানবিক দিক থেকে দেখি। ওঁদের পরিবারের সঙ্গে আমার ভাল সম্পর্ক আছে।’’

Published by:Uddalak B
First published:

Tags: Mamata Banerjee