#কলকাতা: ক্ষমতায় এলে রাজ্যের সব পরিবারকে মাসে ৫০০ টাকা করে অনুদান দেবে তৃণমূল সরকার৷ আদিবাসী, তফশিলি, সংখ্যালঘুদের মতো পিছিয়ে পড়া সম্প্রদায় ভুক্ত পরিবারগুলির ক্ষেত্রে এই সাহায্যের পরিমাণ হবে মাসিক ১০০০ টাকা৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিবারপিছু ন্যূনতম আয় বাড়াতেই এই প্রকল্পের কথা ভাবা হয়েছে৷ সবমিলিয়ে বছরে সাধারণ তালিকাভুক্ত ১.৬ কোটি যোগ্য পরিবারকে মাসিক ৫০০ বা বছরে ৬০০০ টাকা করে সাহায্য করা হবে৷ এর বাইরে পিছিয়ে পড়া সম্প্রদায়ের তালিকাভুক্ত পরিবারগুলিকে মাসিক ১০০০ বা বছরে ১২০০০ টাকা করে সাহায্য করা হবে৷
তবে স্বাস্থ্যসাথী কার্ডের মতোই এক্ষেত্রেও পরিবারের সবথেকে বয়স্ক মহিলা সদস্যের নামেই এই সাহায্য দেওয়া হবে৷ মহিলা ভোটারদের সমর্থন আদায় করতেই এই কৌশল নেওয়া হল বলে রাজনৈতিক মহলের ধারণা৷
সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র, কৃষক- সমাজের সব স্তরের মানুষের জন্য প্রায় কিছু না কিছু ঘোষণা রয়েছে তৃণমূলের ইস্তেহারে৷ সবমিলিয়ে দশ দফা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর দাবি, তৃণমূলের ইস্তেহারকে অনুমোদন করেছে নির্বাচন কমিশন৷
সব পরিবারকে আর্থিক সাহায্যের প্রসঙ্গে তৃণমূলনেত্রী বলেন, 'এটা একটা মাসিক আয় সুনিশ্চিত করার জন্য৷ সবাই পাবে৷ এর সঙ্গে চাকরি- বাকরি বা অন্য কিছুর সম্পর্ক নেই৷'
ইতিমধ্যেই ক্ষমতায় ফিরলে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলের ইস্তেহারে সেই প্রতিশ্রুতিও রয়েছে৷ পাশাপাশি, ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য ক্রেডিট কার্ডের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত চার শতাংশ সুদে ঋণ দেওয়া হবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷
যদিও তৃণমূলের এই ইস্তেহারকে বিশ্বাসযোগ্য নয় বলেই দাবি করেছে বিজেপি৷ বিজেপি নেতা সায়ন্তন বসুর অভিযোগ, 'রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন না, শিক্ষকরা রাস্তায়, আর মুখ্য়মন্ত্রী সব পরিবারকে মাসে ৫০০ টাকা করে দেওয়ার কথা বলছেন? উনি বলবেন আর মানুষ বিশ্বাস করবে?'