#কলকাতা: বাংলায় সাইক্লোন আমফানের দাপটে তটস্থ থাকার পরেও প্রবল ক্ষয়ক্ষতি করে দিয়ে গেল এই প্রাকৃতিক বিপর্যয় ৷ এদিন দুপুর আড়াইটেতে সাইক্লোনের ল্যান্ডফল হওয়ার পর থেকে টানা রাত আটটা অবধি কলকাতা সহ দক্ষিণবঙ্গে চলে সাইক্লোনের বিধ্বংসী ধ্বংসলীলা ৷
এদিন মমতা জানিয়েছেন ঝড়ের দাপটে আমরা স্তম্ভিত, তিনি আর বলেন, দুই ২৪ পরগনার সব নদী ভেসে গিয়েছে৷ সমস্ত নদিবাঁধ ভেসে গেছে ৷এদিকে এদিন গোটা রাত ধরে চলবে এই বিধ্বংসী সাইক্লোনের প্রভাব জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ তিনি আবেদন করেছেন ত্রাণ শিবির ছেড়ে কেউ যাবেন না,৷ ‘অধিকাংশ জায়গায় বিদ্যুৎ নেই, আমরা ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে এমনটাই মত মমতার ৷ এর পাশাপাশি এই বিপুল প্রাকৃতিক বিপর্যয়ে যে কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে তার ক্ষতি সারাই করতে কেন্দ্রের কাছে সাহায্য চান মুখ্যমন্ত্রী ৷ মমতা বলেন, ‘কেন্দ্রকে আবেদন,এখন রাজনীতি নয়৷ ’ তিনি জানিয়েছেন ‘মানবিক কারণে সাহায্য চাইছি৷ ’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Amphan, Mamata Banerjee