#কলকাতা: ফের কোভিড বিধিনিষেধের মেয়াদ বাড়ল রাজ্যে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ৩০ অগস্ট পর্যন্ত বিধি-নিষেধের সময়সীমা বাড়িয়ে দেওয়া হল। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩০ অগস্ট পর্যন্ত বিধিনিষেধ বাড়িয়ে দেওয়া হল। তবে, রাত ৯টা থেকে যে বিধিনিষেধ চালু হত, তা অনেকের অনুরোধে রাত ১১টা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হল। অর্থাৎ, রাত ১১টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাজ্যে বলবৎ থাকবে কার্যত 'নাইট কারফিউ'।
তবে, এদিন বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যে সমস্ত ক্ষেত্রে ৫০% অনুমোদন দেওয়া হয়েছিল, যেমন সুইমিং পুল, অডিটোরিয়াম, খেলার জায়গা- সেই জায়গাগুলিতে পুরোটাই আপাতত ছাড় দেওয়া হল। রাত ৯ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নাইট কারফিউ ক্ষেত্রে শিথিলতা দিয়ে তা রাত ১১টা পর্যন্ত করায়, অনেকটাই সুরাহা হবে বলে মনে করছে আমজনতা। তবে রাত এগারোটা থেকে চালু হওয়া বিধিনিষেধে আরও কড়া ব্যবস্থা নিতে চলেছে প্রশাসন। সব জেলার পুলিশ সুপার এবং জেলা শাসকদের ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে, যাতে নাইট কারফিউর বিষয়টিতে তাঁরা আরও বেশি জোর দিয়েছেন। রাতে জরুরী পরিষেবা ছাড়া গাড়ি চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি বলবৎ রইল।
এদিকে, বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিলেন, এখনই চালু হচ্ছে না লোকাল ট্রেন। কারণ হিসেবে তিনি এদিন বলেন, 'অনেকেই আমাকে লোকাল ট্রেনের কথা বলছেন। কিন্তু আমি বলছি, গ্রামে এখনও ভ্যাকসিনেশন কমপ্লিট হয়নি। আমরা অনেক কম ভ্যাকসিন পাচ্ছি। সেপ্টেম্বরে যেহেতু থার্ড ওয়েব আসছে বলে বলছেন বিশেষজ্ঞরা, তাই আপাতত লোকাল ট্রেন চালানো হবে না।' এরপরই মমতার সংযোজন, 'লোকাল ট্রেন চলছে না বলে অনেকের সমস্যা হচ্ছে জানি। কিন্তু আপনার জীবনের থেকে দামি নয় কিছু। লোকাল ট্রেন নিয়ে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। আরও ১৫ দিন বিধিনিষেধ থাকবে।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।