#কলকাতা: লাইট ক্যামেরা অ্যাকশন। তিন শব্দে'র জীবন দর্শন বদলে যেতে পারে মঙ্গলবারের পর থেকে। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন নবান্নে বৈঠকের পর তেমনটাই ইঙ্গিত মিলেছে। টালিগঞ্জ ইন্ডাস্ট্রির নয়া পরিচালনা সমিতি নির্বাচিত হয়েছে কিছুদিন আগেই। নতুন কর্মসমিতির পদাধিকারীরা এদিন বৈঠকে বসেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। প্রায় এক ঘন্টা চলে বৈঠক। টালিগঞ্জ ইন্ডাস্ট্রি তরফে বৈঠকে যোগ দেন অভিনেতা জিৎ, শঙ্কর চক্রবর্তী, অরিন্দম গাঙ্গুলী, জুন মালিয়া, সোনালি চৌধুরী আরও অনেকে। বৈঠক চলাকালীন মুখ্যমন্ত্রী বলেন, অভিনেতারা সমাজের দর্পন। সাধারণ মানুষ তাদের দেখে অনেক কিছু অনুসরণ করার চেষ্টা করে। অভিনেতারা যদি সামাজিক কাজে বেশী করে সংযুক্ত হয় তাহলে অনেক কাজ সহজে হয়ে যায়।দুস্থ শিল্পীদের সাহায্যে অভিনেতারা একযোগে এগিয়ে এলে ইন্ডাস্ট্রির চেহারাটাই বদলে যেতে পারে।
বৈঠক শেষে নবান্নে অভিনেতা শংকর চক্রবর্তী জানান, " মুখ্যমন্ত্রীর সঙ্গে টালিগঞ্জ ইন্ডাস্ট্রির উন্নতিকল্পে একাধিক আলোচনা হয়েছে। সামাজিক ভাবে আমরা আরও কীভাবে কাজ করতে পারি তার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। "অভিনেতা অরিন্দম গাঙ্গুলী জানান, " টালিগঞ্জ ইন্ডাস্ট্রির দুস্থ শিল্পীদের স্বাস্থ্যসাথী প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুবিধা দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। "নয়া আর্টিস্ট ফোরামের নির্বাচন নিয়ে এবার উত্তেজনা ছিল অন্যবারের থেকে অনেক বেশি। অভিনয় জগৎ থেকে রাজনীতিতে আসা নতুন কিছু নয়। দেব, নুসরত, মিমি, সন্ধ্যা রায়দের আইন কক্ষে পৌঁছে যাওয়া জোড়া ফুলের হাত ধরেই । কিছুদিন হল গেরুয়া শিবিরে নাম লেখাতে দেখা গেছে অনেক কলাকুশলীকে। রুপা গঙ্গুলি, লকেট চট্টোপাধ্যায়, জয় বন্দ্যোপাধ্যায়-এরপর রাজ্য বিজেপির পরিচিত মুখ হয়ে ওঠা শর্বরী মুখোপাধ্যায়, অঞ্জনা বসুদের সরাসরি টালিগঞ্জ ইন্ডাস্ট্রির লড়াইয়ের ময়দানে দেখা যায়। গেরুয়া শিবির বিশেষ আগ্রহ দেখানোয় টলিপাড়ার নির্বাচন এবার অন্য মাত্রায় পৌঁছে যায়। যদিও তৃণমূল কংগ্রেস প্রভাবিতদের হাতেই ভরসা দেখায় ইন্ডাস্ট্রি। মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিনের বৈঠকের পর টলিপাড়ার চেনা কাজের সমীকরণ কি বদলাবে? উত্তর দেবে ভবিষ্যৎ।
ARNAB HAZRA