#কলকাতা: সামনে নির্বাচন বলেই বাংলাকে টার্গেট করা হচ্ছে৷ নবান্নের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপি-কে এ ভাবেই আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে চ্যালেঞ্জের সুরে তিনি জানালেন, 'যত খুশি এজেন্সি, ফোর্স নিয়ে আসুন৷ মানুূষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে৷'
মুখ্যমন্ত্রী এ দিনও বার বার অভিযোগ করেন, আমফান, করোনা অতিমারির মতো বিভিন্ন খাতে কেন্দ্রীয় বঞ্চনা তো চলছেই৷ একই ভাবে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে রাজ্যকে ডিস্টার্ব করা হচ্ছে৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ রাজ্য ভাল কাজ করছে বলেই কেন্দ্রীয় সরকার হিংসায় এমন করছে৷ মমতা বলেন, 'আজকে আমরা ভাল কাজ করছি বলে হিংসা হচ্ছে৷ তাই এজেন্সি লাগিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করছে৷ বহিরাগত কয়েকটা গুন্ডাকে নিয়ে এসে আর পকেট থেকে চিরকূট বের করে বলছে আমি বলছি এটা করতে হবে৷ কোনও স্বাধীন, গণতান্ত্রিক দেশে এটা হতে পারে না৷'
মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, আমফান, করোনা মোকাবিলায় রাজ্যের প্রাপ্য দিচ্ছে না কেন্দ্রীয় সরকার৷ উল্টে কেন্দ্রীয় এজেন্সিকে রাজ্যের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'সামনে ভোট আছে বলেই বাংলাকে টার্গেট করা হচ্ছে৷ যত এজেন্সি পারেন নিয়ে আসুন, যত ফোর্স পারেন নিয়ে আসুন৷' কেন্দ্রকে কটাক্ষের সুরে মুখ্যমন্ত্রী আরও বলেন, ' ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই৷ মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে৷ বিনা যুদ্ধে এক ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বেন না৷'