#কলকাতা: সিবিআই নোটিস নিয়ে অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee supports Anubrata Mondal)৷ ভোট পরবর্তী হিংসা মামলার তদন্তে অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে নোটিস পাঠিয়েছে সিবিআই (CBI notice to Anubrata Mondal)৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের অবশ্য অভিযোগ, সামনে পুরভোট থাকায় হেনস্থা করার জন্যই অনুব্রতকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
এ দিনই সিবিআই-এর (CBI) তরফে যাতে তাঁর বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়, সেই রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি৷ আদালতকে তিনি আশ্বস্ত করে জানিয়েছেন, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তিনি সবরকম সাহায্য করতে তৈরি৷ তাই তাঁর বিরুদ্ধে যেন কোনও কড়া পদক্ষেপ না নেওয়া হয়৷ বৃহস্পতিবার এই মামলার শুনানি হতে পারে হাইকোর্টে৷
আরও পড়ুন: তৃণমূলে আসতে চাইছেন আরও সাত- আটজন বিধায়ক! বিজেপি-তে বড় ভাঙনের ইঙ্গিত মমতার
নোটিসের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল অবশ্য সিবিআই-কে জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জন্য তিনি হাজিরা দিতে পারবেন না৷ এ দিনই কলকাতার এসএসকেএম হাসপাতালে আসেন অনুূব্রত৷ তিনি বলেন, 'আমার শরীর খারাপ, আজ চেক আপের ডেট ছিল৷' এসএসকেএম হাসপাতালের উডবার্ন ব্লকে গিয়ে তিনি চিকিৎসকদের পরামর্শ নেন বলে হাসপাতাল সূত্রে খবর৷
আরও পড়ুন: 'হাত' ধরবেন না, একলা চলতে আঞ্চলিক দলেই ভরসা মমতার
এ দিন নেতাজি ইন্ডোরে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে এসে বক্তব্য রাখতে গিয়ে অনুব্রতকে সিবিআই নোটিস পাঠানোর বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী বলেন, 'কেষ্ট বেচারা অসুস্থ৷ যেই ভোট আসবে, ওমনি সিবিআই- ইডির তৎপরতা বাড়বে৷ বীরভূমে সামনে ভোট রয়েছে, ঠিক নোটিস পাঠিয়ে দিয়েছে৷ যাতে কেউ বিজেপি-র বিরুদ্ধে মুখ খুলতে পারবে না৷'
এ দিন ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার নিয়ে ফের একবার বিজেপি এবং কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কটাক্ষ, 'ইডি, সিবিআই আর টাকা বিজেপি-র তিন রত্ন৷'
Onkar Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anubrata Mondal, CBI, Mamata Banerjee