• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • বিজেপির চাপে বেসরকারি সংস্থা হেলিকপ্টার দিচ্ছে না: বিস্ফোরক মমতা

বিজেপির চাপে বেসরকারি সংস্থা হেলিকপ্টার দিচ্ছে না: বিস্ফোরক মমতা

 • Share this:

  #কলকাতা: লোকসভার প্রচারে যাতে তিনি হেলিকপ্টার না পান সেজন্য রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। বিজেপির বিরুদ্ধে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  আরও পড়ুন: ৬ বছর পর রহস্য ফাঁস ! ‘আমার কাছে কোনও লাল ডায়েরি ছিল না’, দাবি সুদীপ্ত সেনের

  ভোটের জন্য দুটো হেলিকপ্টার নিতে চুক্তি করে তৃণমূল। আগাম কিছু টাকাও দেওয়া হয়। কিন্তু চুক্তির ১৫ দিন পর সংশ্লিষ্ট সংস্থা জানিয়ে দেয় হেলিকপ্টার দেওয়া যাবে না। বিজেপির চাপেই চুক্তিকারী সংস্থা পিছু হঠে বলে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।

  আরও পড়ুন: সারদার থেকে ৩ কোটি টাকার নেওয়ার অভিযোগ, হিমন্ত বিশ্বশর্মার বিরুদ্ধে বিস্ফোরক তথ্য সামনে আনলেন মমতা

  নির্বাচন কমিশনকে এই বিষয়ে জানাবেন মুখ্যমন্ত্রী ৷ এই সংক্রান্ত সমস্ত নথি তার কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি ৷ দিল্লিতে পাটির পোস্টার প্রিন্ট অবধি করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ জানান তিনি ৷ তবে এইসব করে তাঁকে আটকানো সম্ভব নয় বলে জানিয়েছেন মমতা ৷ তিনি জানিয়েছেন হেলিকপ্টার বন্ধ করে দিলে পায়ে হেঁটে বা সাইকেলে করে যাবেন ৷ এছাড়াও মানুষের কাছে পৌঁছনোর জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম রয়েছে ৷

  First published: