• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • ‘ দুর্ঘটনা ঘটার দু’ঘণ্টা আগেও ওই ব্রিজের উপর দিয়ে আজ গিয়েছিলাম...’

‘ দুর্ঘটনা ঘটার দু’ঘণ্টা আগেও ওই ব্রিজের উপর দিয়ে আজ গিয়েছিলাম...’

 • Share this:

  #কলকাতা: মঙ্গলবার বিকেলে ফিরে এল ২০১৬-র ৩১ মার্চের স্মৃতি ৷ পোস্তা ব্রিজের পর এবার ভেঙে পড়ল মাঝেরহাট ব্রিজ ৷ এদিন বিকেল ৪.৪০ মিনিট নাগাদ আচমকাই ভেঙে পড়ে ব্রিজের একাংশ ৷

  শহরের অন্যতম ব্যস্ত এই সেতুটি আচমকাই ধসে পড়ার ঘটনায় অন্তত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা এখনও পর্যন্ত জানা গিয়েছে ১৯ জন ৷ আহতদের এসএসকেএম এবং সিএমআরআই হাসপাতালে চিকিৎসা চলছে ৷ ঘটনাস্থলে যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকার্য চলছে ৷ সেতুর ভাঙা অংশের সঙ্গে নীচে পড়ে যায় একটি মিনি বাস, তিনটি প্রাইভেট কার, দুটি অ্যাপ ক্যাব এবং দুটি বাইক।  ভাঙা সেতুর নীচে একটি টিনের ছাউনির ঘরে কয়েক জন এখনও আটকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

  বেহালা যাওয়ার জন্য মাঝেরহাট সেতু ব্যবহার করেন অধিকাংশ মানুষ ৷ ওই ব্রিজ দিয়ে নিয়মিত যাতায়াত করেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও ৷ এদিনও দুর্ঘটনা ঘটার মাত্র দু’ঘণ্টা আগেই ওই সেতুর উপর দিয়ে গিয়েছিলেন মহারাজ ৷ দুর্ঘটনার খবর শুনে আতঙ্কিত হয়ে পড়েন তিনিও ৷ সৌরভ বলেন, ‘‘ ওই ব্রিজ দিয়ে আমি নিয়মিত যাতায়াত করি ৷ ওই ব্রিজ ছাড়া আর বেহালা যাব কী করে ৷ আজ দুপুর ২টোর সময়েও ওই ব্রিজের উপর দিয়ে গিয়েছি আমি ৷ এমন দুর্ঘটনা সত্যি ভয়াবহ ৷ কিন্তু দুর্ঘটনা ঘটলে কিছু করারও নেই ৷ আশা করি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যাবে ৷’’

  সেতু ভেঙে পড়ায় এখন কিছুদিন ওই অঞ্চলে যানজট বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে ৷

  First published: