#কলকাতা: পল্লবীর অনুপস্থিতিতেই গড়ফার ফ্ল্যাটে আসতেন ঐন্দ্রিলা মুখোপাধ্যায়৷ সেই সময় ফ্ল্যাটে থাকতেন সাগ্নিকও৷ এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন পল্লবী এবং সাগ্নিকের ফ্ল্যাটের পরিচারিকা৷
সেলিমা নামে ওই মহিলাকে এ িদনই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ৷ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওই পরিচারিকা জানিয়েছেন, পল্লবী শ্যুটিংয়ে বেরিয়ে যাওয়ার পর দু' দিন ঐন্দ্রিলা ওই ফ্ল্যাটে এসে সাগ্নিকের সঙ্গেই ছিলেন বলেও দাবি করেন ওই পরিচারিকা৷
আরও পড়ুন: পল্লবীই প্রথম নন, একই পরিণতি হয়েছিল সাগ্নিকের প্রথম প্রেমিকারও! মাঝখানে সেই ঐন্দ্রিলা
পাশাপাশি তাঁর আরও চাঞ্চল্যকর দাবি, 'দাদা বৌদির (সাগ্নিক এবং পল্লবী) মধ্যে অশান্তি- ঝগড়া হতোই৷ বৌদি নিজের গালে নিজেই চড় মারত৷ দাদা দেওয়ালে কিল মেরে মেরে হাত থেকে রক্ত বের করে ফেলত৷ আমি গেলে ওরা দরজা বন্ধ করে দিত৷'
পল্লবীর মৃত্যুর পর সাগ্নিকের পাশাপাশি ঐন্দ্রিলার নামেও অভিযোগ দায়ের করে অভিনেত্রীর পরিবার৷ সাগ্নিক এবং ঐন্দ্রিলার সম্পর্কের জেরেই পল্লবী আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ তাঁর পরিবারের৷ সাগ্নিককে গ্রেফতার করলেও এখনও ঐন্দ্রিলার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ৷
অন্যদিকে ঐন্দ্রিলা এ দিনও দাবি করেছেন, পল্লবীর সঙ্গে তাঁর খুব গভীর কোনও সম্পর্ক ছিল না৷ ব্যক্তিগত বিষয় নিয়েও পল্লবীর সঙ্গে তাঁর কথা হত না৷ ঐন্দ্রিলার আরও দাবি, সাগ্নিক অসুস্থ থাকায় পল্লবীই তাঁকে দু' দিন ফ্ল্যাটে থাকতে বলেছিলেন৷ দু' জনে মিলে সাগ্নিককে চিকিৎসকের কাছেও নিয়ে গিয়েছিলেন বলে দাবি ঐন্দ্রিলার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pallavi dey