Samir Mondal
#মহেশতলা: মহেশতলায় অগ্নিকাণ্ডে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় নয়া মোড়৷ মহেশতলার আকড়া কৃষ্ণনগর পূর্বপাড়ায় একটি বাড়িতে আগুন লেগে মা ও দুই সন্তানের মৃত্যুর ঘটনায় গতকালই ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। এরপরই নয়া মোড় নিল এই ঘটনা। মৃতের পরিবারের লোকজনের তরফ থেকে মহেশতলা থানার খুনের অভিযোগ করা হলে ওই বধূর স্বামীকে গ্রেফতার করে পুলিশ। ৪৯৮A এবং ৩০২ ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ আলিপুর আদালতে পাঠানো হবে অভিযুক্তকে। অভিযুক্ত স্বামীর নাম প্রভাস মণ্ডল৷
আগুনে ভস্মীভূত হয়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটে শনিবার৷ মহেশতলা থানার মহেশতলা পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকড়া কৃষ্ণনগর পূর্ব পাড়াতে হঠাইৎ একটি বাড়িতে ভয়ঙ্কর আগুন লাগে। রাত তখন প্রায় রাত সাড়ে এগারোটা। আগুন লাগার সঙ্গে সঙ্গে ওই বাড়ির তিনটি ঘরেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সর্বগ্রাসী আগুন। পুলিশ জানিয়েছে, স্থানীয় একটি ঘর থেকে একজন মহিলা এই বীভৎস আগুন দেখতে পেয়ে বাইরে বেরিয়ে আসেন। তিনিই এলাকার মানুষজনকে খবর দেন। প্রতিবেশীরা গিয়ে প্রথমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকলে খবর দেওয়া হলে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে। পুলিশ জানিয়েছে, আগুনে মা সোমা মণ্ডল (৪০) দুই সন্তান, রাহুল মণ্ডল (১০), সাহেব মণ্ডল (১২) ভস্মীভূত হয়ে গিয়েছেন।
আরও পড়ুন- রেকর্ড ব্যবধানে জয়ী বাবা! শত্রুঘ্ন সিনহাকে অভিনন্দন জানিয়ে উচ্ছ্বসিত সোনাক্ষী!একটি ঘরের ভিতরে তিনজন থাকায় আগুন লাগার পর তাঁরা আর বেরিয়ে আসতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। মর্মান্তিক এই ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে মহেশতলা থানার পুলিশ, ডায়মন্ডহারবার জেলা পুলিশের অতিরিক্ত সুপার অর্ক বন্দ্যোপাধ্যায় এবং ডিএসপি ইন্ডাস্ট্রিয়াল নিরুপম ঘোষ। পুলিশ জানিয়েছে, ভাড়া বাড়িতে থাকতেন মৃতেরা। ওই বাড়িতে ভিতর থেকে তালা বন্ধ করা ছিল। পাঁচিল ভেঙে মৃতদেহ উদ্ধার করেন দমকলকর্মীরা।
আরও পড়ুন- নারকীয় হত্যা! ঝুলছে স্বামীর দেহ, বিছানায় গলার নলি কাটা অবস্থায় স্ত্রী ও তিন শিশুআগুন লাগার ঘটনায় মৃতের স্বামীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। কীভাবে এই আগুন লাগল, নাকি আগুন লাগানো হয়েছে তা তদন্ত করে দেখতে শুরু করে মহেশতলা থানার পুলিশ৷ ফরেনসিক টিম ঘটনাস্থলে এসে নমুনা সংগ্রহ করে নিয়ে যায়। ঘটনার নতুন মোড়ে শিউরে উঠেছে শহরবাসী৷ মৃতা বধূর পরিবারের লোকজনের তরফ থেকে মহেশতলা থানার খুনের অভিযোগ করা হয়৷ অভিযুক্ত প্রভাস মণ্ডলকে গ্রেফতার করা হয়েছে৷ তদন্ত চলছে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Maheshtala