corona virus btn
corona virus btn
Loading

মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর

মাধ্যমিকের পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর

মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীকেন্দ্রে ঢোকার আগে হবে মেটাল ডিটেক্টরে চেকিং।

  • Share this:

#কলকাতা: মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীকেন্দ্রে ঢোকার আগে হবে মেটাল ডিটেক্টরে চেকিং। আগামী বছর থেকেই এই ব্যবস্থা চালু হতে পারে। হোয়াটস অ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে এই নতুন দাওয়াইয়ের কথা ভাবছে স্কুল শিক্ষা দফতর।

পরীক্ষা শুরুর পর হোয়াটস অ্যাপে প্রশ্ন ফাঁস আটকাতে এবার নতুন কৌশল। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টরে চেকিংয়ের মুখে পড়তে হতে পারে পরীক্ষার্থীদের। এব্যাপারে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছে স্কুলশিক্ষা দফতর।

পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মেটাল ডিটেক্টরে পরীক্ষা করা হবে পরীক্ষার্থীদের ৷ হ্যান্ড হেল্ড় মেটাল ডিটেক্টর ব্যবহার হবে ৷ লুকনো মোবাইল, চিপ বা ধাতব বস্তু থাকলে ধরা পড়বে ৷ একটি স্কুলে অন্তত ৩টি মেটাল ডিটেক্টর থাকবে

প্রয়োজনে হলে বসার পরও পরীক্ষা হবে ৷

পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই বাইরে ছড়িয়ে পড়ছে প্রশ্নপত্র। পরপর দু-বার এই ঘটনায় চূড়ান্ত অস্বস্তিতে পড়েছে মধ্যশিক্ষা পর্ষদ। মোবাইল নিয়ে কড়াকড়ি করেও লাভ হয়নি। চলতি বছরে বেশ কয়েকটি এলাকায় ইন্টারনেট বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। এতে আবার অন্য বিপত্তি

তাই এবার মেটাল ডিটেক্টর ব্যবহারের ভাবনা। মেটাল ডিটেক্টরে চেকিং-এ বেশি সময় লাগবে। সেক্ষেত্রে নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা আগেই পরীক্ষার্থীদের হলে আসার নির্দেশ দেওয়া হতে পারে। সব স্কুলে যদি নাও হয়, স্পর্শকাতর এলাকার নির্দিষ্ট কিছু স্কুলে নতুন ব্যবস্থা চালু করতে চাইছে পর্ষদ।

First published: September 17, 2019, 4:35 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर