• Home
 • »
 • News
 • »
 • kolkata
 • »
 • মাধ্যমিকের মেধা তালিকাতেও রেকর্ড!

মাধ্যমিকের মেধা তালিকাতেও রেকর্ড!

মাধ্যমিকের মেধা তালিকাতেও রেকর্ড!

মাধ্যমিকের মেধা তালিকাতেও রেকর্ড!

মাধ্যমিকের মেধা তালিকাতেও রেকর্ড!

 • Share this:

  #কলকাতা: সব ইতিহাস বদলে দিল ২০১৭-র মাধ্যমিকের ফলাফল। আটানব্বই শতাংশের বেশি নম্বর পেয়ে সব ইতিহাস বদলে দিয়েছে মেধাতালিকায় প্রথম অন্বেষা পাইন। শুধু তাই নয় এবছরের মাধ্যমিকের মেধাতালিকায় সর্বোচ্চ সংখ্যক পড়ুয়া স্থান পেয়েছে ৷ প্রথম দশে জায়গা করে নিয়েছে মোট ৬৮ জন ৷ যা এযাবৎকালের মধ্যে সবথেকে বেশি এটাই ৷ ২০১৬ সালের মাধ্যমিকের মেধা তালিকায় ছিল ৬৬ জন পড়ুয়া ৷

  শুধু তাই নয়, তালিকায় প্রথম পাঁচটি স্থানে থাকা পড়ুয়াদের ঝুলিতে আটানব্বই শতাংশ নম্বর। কোন মন্ত্রে এমন সাফল্য? পর্ষদকর্তাদের মত, প্রশ্নপত্রে মাল্টিপল চয়েস বেশি থাকায় মিলছে ঢালাও নম্বর। সিবিএসসি বা আইসিএসই-র সঙ্গে পাল্লা দিতে এবার দৌড়চ্ছে মধ্যশিক্ষা পর্ষদও।

  মেধার টক্করে এবার সেরা বাঁকুড়া। প্রথম দশে শুধু বাঁকুড়া থেকেই রয়েছেন ১৬ জন ছাত্রছাত্রী ৷ প্রথম স্থানাধিকারী অন্বেষা পাইনই বাঁকুড়ার ছাত্রী ৷

  আরও পড়ুন

  মাধ্যমিকে সর্বকালীন সেরার রেকর্ড গড়ে প্রথম অন্বেষা

  জীবনের প্রথম বড় পরীক্ষায় এমন সাফল্য বিরল বলেই মানছেন শিক্ষাবিদরা। কীভাবে মিলল এমন সাফল্য?

  কোন পথে রেকর্ড সাফল্য? - বদল আনা হয়েছে সিলেবাসে - নতুন পাঠ্যক্রম অনুসারে প্রতি বিষয়ের প্রশ্নপত্রেই থাকছে মাল্টিপল চয়েস - প্রতি বিষয়ের প্রশ্নপত্রে গড়ে ৪০% ছোট প্রশ্ন - সিবিএসসি বা আইসিএসই-র ধাঁচে মাধ্যমিকেও প্রশ্ন - পর্ষদ কর্তাদের মতে, নতুন পাঠ্যক্রমের সঙ্গে পড়ুয়াদের সামঞ্জস্য ঘটেছে, তাই মিলছে এমন চোখধাঁধানো সাফল্য

  মাল্টিপল চয়েসের ধাঁচে প্রশ্ন থাকায় বিভিন্ন বিষয়ে এ গ্রেড প্রাপকের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। অর্থাৎ, প্রতি বিষয়ে নব্বই থেকে একশো শতাংশ নম্বর পাওয়ার সংখ্যাও একলাফে অনেকটা বেড়েছে। কয়েকটি বিষয়ের পরিসংখ্যানেই স্পষ্ট সেই ফলাফল।

  First published: