হোম /খবর /কলকাতা /
মধ্যমগ্রামে শুট আউটের ঘটনায় তদন্তকারীদের ভাবাচ্ছে একাধিক প্রশ্ন

মধ্যমগ্রামে শুট আউটের ঘটনায় তদন্তকারীদের ভাবাচ্ছে একাধিক প্রশ্ন 

প্রকাশ্য দিবালোকে শ্যুট আউট ৷ রিলে নয়, রিয়েল! সিনেমার দৃশ্যকেও হার মানাবে এই শুট আউটের ঘটনা | পুলিশ সূত্রের খবর, পঞ্চাশর্দ্ধ নিহতের নাম অশোক সর্দার ৷

  • Share this:

#কলকাতা: প্রকাশ্য  দিবালোকে শ্যুট আউট ৷ রিলে নয়, রিয়েল!  সিনেমার  দৃশ্যকেও  হার  মানাবে এই  শুট আউটের  ঘটনা | পুলিশ সূত্রের খবর, পঞ্চাশর্দ্ধ  নিহতের  নাম অশোক  সর্দার ৷ এই খুনের ঘটনায়  রাজনৈতিক  চাপানউতোর থাকলেও  তাঁর হত্যার পিছনে  আদতে কী রহস্য  রয়েছে  তা নিয়ে ধন্দে তদন্তকারীরা৷ এই খুনের ঘটনায় বেশ কয়েকটি  প্রশ্ন তদন্তকারীদের ভাবাচ্ছে ৷পুলিশ  সূত্রের খবর, মধ্যমগ্রাম  রোহান্ডা চন্ডিগড়ে অশোকের যে  প্রজেক্ট  এরিয়া রয়েছে  তা  আনুমানিক ৩৫ - ৪০ বিঘা | জমির  ভিতরে  জলাভূমি কচুরিপানা ভরাট করেই  প্রজেক্ট  এরিয়াকে টিনের  শেড দিয়ে ঘিরে রাখা হয়েছে | বিশালাকার ওই জমিতে প্রজেক্ট  সাইড  দেখতে মাঝে মধ্যে  যেতেন অশোক সর্দার ৷ ওই এলাকার   এক  স্থানীয়  বাসিন্দা জানান, " পরপর  সাত বার দূর থেকে ভেসে  আসে গুলির আওয়াজ  | ছাগল চড়াতে এসে  ভয়ে  দ্রুত পালিয়ে  গিয়েছিলাম | এখানে গত ২ বছর ধরে প্রজেক্ট  চলছে | উনি মাঝে মধ্যেই এখানে আসতেন | " আর এখানেই খুনের ঘটনাকে কেন্দ্র করে  বেশ কিছু প্রশ্ন উঠছে | প্রথমত, আততায়ীরা  কী আগে থেকেই জানতো অশোক সর্দারের   প্রজেক্ট  সাইডে  আসার কথা?দ্বিতীয়ত, প্রোমোটিং  নিয়ে কোনো ঝামেলা ছিল? তৃতীয়ত, আততায়ী  কী   পূর্ব  পরিচিত ?

চতুর্থত ,  নির্জন  এলাকায় খুনের  জন্য বেছে  নিয়েছে আততায়ীরা, নেই কোনো  সিসিটিভি, তাহলে কি পূর্ব  পরিকল্পনা  করেই  ঠান্ডা মাথায়  খুনের  ছক  কষেছিল আততায়ীরা ?পঞ্চমত , আততায়ীরা ভাড়াটে করা  খুনি? নাকি  এর পিছনে অন্য  কোনো বড়ো মাথা বা মাস্টারমাইন্ড   রয়েছে?  ষষ্ঠতম , পয়েন্ট ব্ল্যাংক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরার  ঘটনায় তদন্তকারীদের অনুমান, এটা পাকা হাতের  খুনি ছাড়া অন্য কারো পক্ষে কি আদৌ  করা   সম্ভব?সপ্তমত , রাজনৈতিক  কারণে খুন নাকি ব্যাবসা জনিত ঝামেলা? নাকি  ব্যক্তিগত  শত্রুতার জেরে  খুন? এসব প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের | ঘটনাস্থলে  কোনো সিসিটিভি  নেই| ফলে আততায়ীদের  শনাক্ত করতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে তদন্তকারীদের | আশপাশের এলাকাবাসীদের  বয়ান  রেকর্ড করা  হতে পারে বলে পুলিশ সূত্রের খবর | খুনের মোটিভ  খুঁজে বের করার চেষ্টা করছে তদন্তকারীরা  |

রিপোর্ট- অর্পিতা হাজরা

Published by:Akash Misra
First published:

Tags: Madhyamgram