হোম /খবর /কলকাতা /
পাঞ্জাবি, চোখে কালো চশমা! অটোয় সওয়ার মদন মিত্রকে দেখে জনতা বলল 'ওহ লাভলি'

Madan Mitra: পাঞ্জাবি, চোখে কালো চশমা! অটোয় সওয়ার মদন মিত্রকে দেখে জনতা বলল 'ওহ লাভলি'

আজ শুক্রবারও এক নতুন সাজে অটোয় সওয়ার হলেন মদন মিত্র। পরণে লাল পাঞ্জাবি। পায়ে চিরাচরিত স্পোর্টস শু।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অন্যান্য রাজনৈতিক নেতাদের মতো সাদা পাজামা পাঞ্জাবি নয়। সব সময়ে রঙিন অবতারে ধরা দেন তৃণমূল বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। রাজনৈতিক সমাবেশ হোক বা ফেসবুক লাইভ, পোশাকের ব্যাপারে তাঁকে টেক্কা দেবেন এমন কম রাজনৈতিক ব্যক্তিত্বই রয়েছেন।

আজ শুক্রবারও এক নতুন সাজে অটোয় সওয়ার হলেন মদন মিত্র। পরণে লাল পাঞ্জাবি। পায়ে চিরাচরিত স্পোর্টস শু। সঙ্গে তাঁর অনুরাগী। তাদের নিয়েই অটোয় সওয়ার হন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। জয় বাবা লোকনাথ লেখা হলুদ-সবুজ অটোয় তিনি ছিলেন চালকের আসনে। আর চোখে রোদ ছিল চশমা, হাতে ঘড়ি।

নিজের চিরাচরিত কায়দায় রথতলা থেকে দক্ষিণেশ্বর এই রুটের অটো চালালেন কামারহাটির বিধায়ক। চালকের আসনে মদন মিত্রকে দেখে উৎসাহী হয়ে পড়েন জনতা। জনতার থেকেই সমস্বরে আওয়াজ ওঠে 'ওহ লাভলি'। তবে এই প্রথম নয়। এমন কায়দা নিয়ে প্রায়ই অনুগামীদের নিয়ে বেরিয়ে পড়েন মদন মিত্র।

ভোটের সময়েও বাইকে সওয়ার হয়ে বেরিয়ে পড়েছিলেন মদন মিত্র। পাঞ্জাবি পরে একই কায়দায় তিনি কামারহাটি এলাকায় বেরিয়েছিলেন। আবার বিধানসভার অধিবেশনে শুরু থেকেই ফ্যাশনে নজর কেড়েছেন মদন মিত্র। পাঁচবছর পর বিধানসভায় ফের ফিরেছেন মদন মিত্র। এবং প্রত্যাবর্তনেই নিজের 'স্টাইল স্টেটমেন্ট'-এর মাধ্যমে দিয়ে চলেছেন একের পর এক চমক। আর প্রতিবারই বেশ খোশ মেজাজে দেখা গিয়েছে তাঁকে।

একদিন তাঁর জুতোতেও ছিল চমক। সাদা ধুতি-পাঞ্জাবির সঙ্গে মদন মিত্র এদিন পরেছিলেন নীল মাস্ক এবং রুপোলি রঙের অভিনব এক চপ্পল। সেই চপ্পলের উপর ইংরেজিতে ছিল সেই চপ্পলের 'ব্র্যান্ডের' নাম - 'বস'। সূত্রের খবর, এই চপ্পল নাকি আনা হয়েছিল দুবাই থেকে।

Published by:Swaralipi Dasgupta
First published:

Tags: Madan Mitra