হোম /খবর /কলকাতা /
পাঁচশো বাইক নিয়ে এন্ট্রি, নিজের বায়োপিকেই বড় পর্দা কাঁপাবেন মদন মিত্র

Madan Mitra to act in his biopic: পাঁচশো বাইক নিয়ে এন্ট্রি, নিজের বায়োপিকেই বড় পর্দা কাঁপাবেন মদন মিত্র

মদন মিত্র৷  ফাইল ছবি। 

মদন মিত্র৷  ফাইল ছবি। 

মদন মিত্রকে নিয়ে যে দু'টি বায়োপিক হচ্ছে, তার মধ্যে একটির পরিচালক রাজর্ষি দে৷ আগামী বছর ছবির শ্যুটিং শুরু (Madan Mitra to act in his biopic )৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মদন মিত্রের (Madan Mitra)বায়োপিক হচ্ছে৷ একটা নয়, একসঙ্গে দু' দুটো৷ এতটাই ক্রেজ কামারহাটির তৃণমূল বিধায়কের৷ মদন মিত্রের জোড়া বায়োপিকের খবর অবশ্য বেশ কিছুদিন আগেই জানা গিয়েছিল৷ এবার মদন নিজেই জানালেন, বায়োপিকে পাঁচশো বাইক নিয়ে নিজেই এন্ট্রি নেবেন৷ বড় পর্দায় সেই দৃশ্য দেখবেন দর্শক (Madan Mitra to act in his biopic)!

মদন মিত্রকে নিয়ে যে দু'টি বায়োপিক (Madan Mitra Biopic) হচ্ছে, তার মধ্যে একটির পরিচালক রাজর্ষি দে৷ আগামী বছর ছবির শ্যুটিং শুরু৷ শোনা যাচ্ছে, এই ছবিতে মদন মিত্রের (Madan Mitra) চরিত্রে অভিনয় করতে পারেন শাশ্বত চট্টোপাধ্যায়৷ শাশ্বত হোন বা অন্য কেউ, তাঁর চরিত্রে যেই অভিনয় করুন না কেন, বায়োপিকে অল্প সময়ের জন্য হলেও বড় পর্দায় দেখা যাবে মদনকে৷ কামারহাটির বিধায়ক যা ইঙ্গিত দিয়েছেন, বায়োপিকে রীতিমতো নায়কোচিত 'এন্ট্রি' নেবেন তিনি (Madan Mitra to act in his biopic)৷

তাঁর কথায়, 'পাঁচশো বুলেট নিয়ে নায়ক ঢুকবে৷ পর্দা- টর্দা ছিঁড়ে ঢুকবে৷ আমার থেকেই তো নায়ক এন্ট্রি নেবে৷ না হলে হবে কী করে?'

আরও পড়ুন: 'মদন কালারফুল ছেলে, কিন্তু বেশি সাজুগুজু করো না', চেতলার কর্মিসভায় পরামর্শ মমতার

তবে শোনা যাচ্ছে, নায়কের চরিত্রে অভিনেতার খোঁজ পেলেও মদনের বায়োপিকের জন্য নাকি নায়িকার চরিত্রে মানানসই কাউকে পাওয়া যাচ্ছে না৷ এর জবাবও অবশ্য তৈরি মদনের৷ গানের সুরে তিনি বলেন, 'নায়িকাকে তো থাকতেই হবে৷ দেখা যাবে কখনও হয়তো আমার নায়িকা ছোট্ট শিশু৷ আবার কখনও কালীঘাটে আছে কালী, তারাপীঠে তারা মা৷ দক্ষিণেশ্বরে ভবতারিণী, আদ্যাপীঠে আদ্যা মা৷ '

মদনের দাবি, বায়োপিকে তাঁর ভিতরের কালো দিকটি নাকি তুলে ধরা হবে৷ সেই কারণেই বায়োপিকের চিত্রনাট্য আরও মনে ধরেছে তাঁর৷ মদন নিজেই বলছেন, তিনি দোষে গুণে ভরা৷ আবার কখনও বলছেন, 'এমএম ইস অ্যা কালাফুল বয়!'

ঘটনাচক্রে কয়েকদিন আগেই ভবানীপুরে উপনির্বাচনের প্রচারে গিয়ে মদন মিত্রকে রঙিন ছেলে বলে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেই প্রসঙ্গ তুলে মদন বলেন, 'আমার রংটা একটু পরিষ্কার৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মানুষের সামনে কুৎসিত পোশাকে যাবে না, ধুতি পাঞ্জাবি পরে যাবে৷' রংয়ে, রসে ভরা মদন মিত্রকে বায়োপিকে কীভাবে ফুটিয়ে তোলেন পরিচালক, এখন সেটাই দেখার অপেক্ষায় তাঁর অনুগামীরা৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Madan Mitra, TMC