হোম /খবর /কলকাতা /
১০০ গাড়ির মিছিল নিয়ে নন্দীগ্রাম যাব, স্বমেজাজে মদন মিত্র

১০০ গাড়ির মিছিল নিয়ে নন্দীগ্রাম যাব, স্বমেজাজে মদন মিত্র

স্বমেজাজেই মদন মিত্র।

স্বমেজাজেই মদন মিত্র।

মদন উবাচ- বিজেপিকে ক্ষমা করেছি, এবার ট্রমা দেবো।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: নির্বাচন যত এগোচ্ছে ততই কথার ফুলকি ছুটছে মদন মিত্রর মুখে। মঙ্গলবারও মদন মিত্রকে পাওয়া গেল চেনা মেজাজে। মদন উবাচ- বিজেপিকে ক্ষমা করেছি, এবার ট্রমা দেবো।

শুভেন্দু অধিকারী আজ প্রথম  করলেন বর্ধমানের কেতুগ্রামে। সেই দিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। এই সময়ে দলের সুরেই মদন মিত্র মনে করেছেন, শুভেন্দু নন্দীগ্রাম যাচ্ছেন না, কারণ চেনা জমিতে তাঁর জনপ্রিয়তা কমছে।

তৃণমূলের দীর্ঘদিনের নেতা মদন মিত্র এ দিন তাঁর নিজের নন্দীগ্রাম কর্মসূচি কথা জানান। তিনি জানান, দিন কয়েকের মধ্যেই ১০০ গাড়ির মিছিল নিয়ে তিনি নন্দীগ্রামে যাবেন। পাশাপাশি মেয়ো রোডে একটি জনসভা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মদন মিত্র।

শুভেন্দু অধিকারী বলেছিলেন তিনি নীচ থেকে ধাপে ধাপে উঠেছেন। সেই প্রসঙ্গ উঠতেই মদন মিত্রের আক্রমণ, 'উনি ধাপে ধাপে উঠেছেন, আমরা কি বাপে বাপে উঠেছি?' প্রসঙ্গত সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা মণ্ডলের দলে আসা নিয়ে মদনের টিপ্পনী, বিজেপির অন্দরে বিচ্ছেদের ঢল নামবে।

Published by:Arka Deb
First published:

Tags: Madan Mitra, Nandigram, TMC