#কলকাতা : রাজনীতি ছাড়া নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। ফেসবুক পোস্টে গায়ক রাজনীতিবিদ লিখেছেন, 'চললাম, আলভিদা...', এই শব্দগুলি হইচই ফেলেছে রাজ্য তথা জাতীয় রাজনীতিতে। বাবুলের রাজনীতি ছাড়ার এই ঘোষণা মেনে নিতে পারছেন না অনেক অনুরাগীরাই। কিন্তু এবার বাবুলকে 'ময়দান' ছেড়ে না যাওয়ার 'পরামর্শ' দিলেন তাঁর অন্যতম রাজনৈতিক প্রতিপক্ষ মদন মিত্র (Madan Mitra)। গান গেয়ে মদনের বার্তা 'কভি আলভিদা না কেহনা।'
আভাস ছিল আগেই। শেষমেশ শনিবার একটি বিস্ফোরক ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেন ৭ বছর কেন্দ্রীয় মন্ত্রী থাকা বাবুল সুপ্রিয়(Babul Supriyo)। এরপর থেকেই আলোড়ন পড়েছে বঙ্গ রাজনীতিতে। কেন রাজনীতি ছাড়তে চান, সেই সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে পোস্ট করেছেন বাবুল। তাঁর রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার এই সিদ্ধান্ত প্রসঙ্গে মদন মিত্র বলেন, 'এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত। উনি ভাল মনে করেছেন তাই ছাড়তে চাইছেন হয়ত। তবে আমার একটা খুব প্রিয় গান রয়েছে। কভি আলভিদা না কেহনা। আলভিদা বলতে হলে BJP-কে বলুন, রাজনীতিকে নয়।'
তবে কি তৃণমূলে বাবুল সুপ্রিয়কে সরাসরি আমন্ত্রণ জানাচ্ছেন মদন? কামারহাটির বিধায়ক অবশ্য বলেন, 'ওঁনার তৃণমূলে যোগ দেওয়ার বিষয়ে আমার কোনও মতামত নেই। তাঁকে আমন্ত্রণ জানানোর অথরিটিও আমার নেই। তবে একজন প্লেয়ার ময়দান ছাড়লে অন্যদলে থাকা প্লেয়ারও কিন্তু বলে, কেন ময়দান ছেড়ে যাচ্ছেন। আর কিছুক্ষণ থাকুন। আরে এত অল্পেই কেন বাবুল চলে যাবে, সবে তো খেলা শুরু গুরু।'
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babul supriyo, Madan Mitra