#কলকাতা: নতুন ধবধবে সাদা ধুতি-পাঞ্জাবি। পায়ে কালো-রুপোলীর মিশেলে চটি। পাঞ্জাবির পকেটে গোঁজা ধুতির কোঁচা। একেবারে বাঙালিবাবুর সাজে দীর্ঘদিন বাদে বিধানসভা অধিবেশনে পৌঁছন কামারহাটির বিধায়ক মদন মিত্র।
এমনিতেই মদন মিত্রের ফ্যানবেস আকাশ ছোঁয়া। তাঁর পোশাক থেকে চশমা...সবই নতুন প্রজন্মের চর্চায় থাকে বছরভর। যেখানেই মদন মিত্র যান, সেখানেই তাঁকে ঘিরে থাকে উন্মাদনা। স্বাভাবিকভাবেই শুক্রবার সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশনের দিন যে সাজে মদন মিত্র বিধানসভায় প্রবেশ করেন, তাও নজর কেড়েছে নতুন প্রজন্মের।
প্রসঙ্গত, তৃণমূলের তরফ থেকে বিধানসভা অধিবেশনের প্রথম দিনে হুইপ জারি করা হয়। অর্থাৎ, অধিবেশনে উপস্থিত থাকতেই হবে ২০৯ বিধায়ককে। কিছুদিন আগে প্রাণ গিয়েছে খড়দার বিধায়ক কাজল সিনহার। মৃত্যু হয়েছে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্করের। তবে পদমর্যাদা বলে স্পিকার হুইপ-র আওতায় পড়বেন না।
সপ্তদশ বিধানসভার বাজেট অধিবেশন শুরুর আগের দিন সব বিধায়কদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছিল। কোনওভাবেই রাশ আলগা করতে চাইছে না শাসক দল। এমনকী উপস্থিতি নিয়ে হুইপ জারি করা হয়। এসএমএস পাঠিয়ে সব বিধায়কদের রাজ্যপালের ভাষণে অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে নির্ধারিত আসনে পৌঁছে যাওয়ার কথা বলা হয়। নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি বিষয়ে যেন তাঁরা অংশ নেন। এই হুইপ জারিকে একপ্রকার প্রতীকী শক্তি প্রদর্শন হিসেবেই দেখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা।
রাজভবন নবান্ন সংঘাতের মধ্যে আজ বিধান সভার প্রথম অধিবেশন সেখানে বক্তব্য রাখবেন রাজ্যপাল। রীতি অনুযায়ী রাজ্যপাল সরকার পক্ষের দেওয়া বক্তব্যই রাখেন। কিন্তু গত কয়েক দিনে জৈন হাওয়ালা কাণ্ডে রাজ্য-রাজ্যপাল সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। তৃণমূলের পক্ষ থেকে ছবি প্রকাশ করে দেখানো হয়েছে দেবাঞ্জনের নিরাপত্তারক্ষী অরবিন্দ বৈদ্য রাজ্যপালের কাছেও পৌঁছে গিয়েছে। এই আবহে তৃণমূলের আশঙ্কা রাজ্যপাল বক্তব্যে কাটছাঁট করতে পারেন বা সংযোজন করতে পারেন। বেনজির পরিস্থিতি তৈরি হলে যাতে বিধায়কেরা সকলে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে সেই কারণেই হুইপ জারি করেছে তৃণমূল।
এ দিকে, বিরোধী পক্ষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে, বিধানসভায় গঠনমূলক সহযোগিতার বদলে সংঘাতের রাস্তায় হাঁটবেন তাঁরা। বিধানসভায় এ বার মুকুল রায় বিজেপির কাছে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন বলে মনে করা হচ্ছে। খাতায়–কলমে বিজেপির এই বিধায়কের নাম আবার পাবলিক অ্যাকাউন্টস কমিটির জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে।
ABIR GHOSAL
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Madan Mitra, West Bengal Assembly