#কলকাতা: মধ্যবিত্তের জন্য ফের জোরালো ধাক্কা৷ আবারও বাড়ল রান্নার গ্যাসের দাম৷ এক ধাক্কায় আরও ৫০ টাকা বেড়ে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম হল ১০৭৯ টাকা৷
আগেই ১০০০ টাকা ছাড়িয়ে গিয়েছিল রান্নার গ্যাসের দাম৷ এতদিন ১০২৯ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছিল৷ আজ থেকে সেই গ্যাসই কিনতে হবে ১০৭৯ টাকায়৷ রান্নার গ্যাসের ভর্তুকিও কার্যত তুলে নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তার উপরে আবার গ্যাস দিতে এলেই বাড়তি কিছু টাকা দাবি করেন ডেলিভারি দিতে আসা কর্মীরা৷ সবমিলিয়ে আজ থেকে রান্নার গ্যাস নিতে গেলে তাই প্রায় ১১০০ টাকাই গুনতে হবে৷
আরও পড়ুন: ভারতীয় মুদ্রার ক্রমাগত পতন; কেন এই হাল, কী প্রভাব পড়তে পারে সাধারণ জীবনে, জেনে নিন বিস্তারিত
তবে গার্হস্থ্য ব্যবহারের জন্য ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম বাড়লেও বাণিজ্যিক সিলিন্ডারের দাম অপরিবর্তিতই রয়েছে৷ ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম পড়বে ২১৩২ টাকা৷
মাঝে কিছুদিন আকাশ ছুঁয়েছিল রান্নার তেলের দাম৷ সেই দাম কিছুটা কমতে না কমতেই এবার এক ধাক্কায় পঞ্চাশ টাকা বেড়ে গেল রান্নার গ্যাসের দাম৷ পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে গ্যাসে রান্না করতে গিয়েও হিসেব কষতে হবে মধ্যবিত্তকে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: LPG, LPG cylinder