হোম /খবর /কলকাতা /
শাহী ‘স্বপ্নপূরণে’ কি শেষমেশ ভরসা ভোটকুশলী! জোর জল্পনা রাজনৈতিক মহলে, বড় খবর!

EXCLUSIVE | Bjp | Amit Shah: অমিত ‍শাহের ‘স্বপ্নপূরণে’ কি শেষমেশ ভরসা ভোটকুশলী! জোর জল্পনা রাজনৈতিক মহলে, বড় খবর!

জেলাওয়াড়ি রিপোর্টে দেখা গিয়েছে ৬৫ শতাংশ বুথে পৌঁছতে পারেননি বঙ্গ বিজেপি কর্মী সমর্থকেরা। গত বছর দুর্গা পুজোর পরেই বুথ কমিটি চূড়ান্ত করার সময় বেঁধে দিয়েছিলেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, সেই টার্গেটও পূরণ হয়নি। দুর্বল সংগঠনের জন্য নাকি জেলা থেকে ঠিকমতো রিপোর্টও পাচ্ছেন না রাজ্য নেতৃত্ব বলে জানা গেছে।

আরও পড়ুন...
  • Share this:

কলকাতা: মিশন চব্বিশ। লোকসভা ভোটে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছেন অমিত শাহ। সেই লক্ষ্যপূরণে কি এবার ভোটকুশলীতেই ভরসা রাখতে চলেছে বঙ্গ বিজেপির? জল্পনা রাজনৈতিক মহলে৷

কদিন আগেই বঙ্গে এসে ২৪-শের ভোটে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন অমিত শাহ। দলের এক সভামঞ্চ থেকে অমিত শাহ বলেছিলেন, ‘‘চব্বিশে ৩৫টা আসনে জেতালে পঁচিশের আগেই মমতার সরকার পড়ে যাবে।’’ কিন্তু, সেই লক্ষ্যপূরণ হবে কোন পথে? সূত্রের খবর, লোকসভার মহারণে আপাতত ভোট কুশলীতেই ভরসা রাখছে বঙ্গ-বিজেপি। প্রার্থী বাছাই, পুরোনো প্রার্থীদের সম্পর্কে তথ্য সংগ্রহ সহ একাধিক বিষয়ে সার্ভের জন্য বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে গেরুয়া শিবির।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিজেপির কাছে এবার ২৪-এর লোকসভা ভোট কার্যত প্রেস্টিজ ফাইট। তাই কেন্দ্রীয়ভাবে ভোট কুশলীরা সার্ভের কাজ শুরু করতে চলেছে বলেই খবর। যে কোনও দলকে ভোটে সফল হতে গেলে বুথস্তরে তার সংগঠনকে মজবুত করতে হয়। কিন্তু বারবার বঙ্গ বিজেপির মাথাব্যথা বাড়িয়েছে বুথ স্তরের দুর্বলতা।

রাজ্যজুড়ে দ্বিতীয় পর্যায়ে বুথ সশক্তিকরণ অভিযান শুরু করেছে পদ্ম শিবির। সূত্রের খবর, বিজেপির সেই ‘বুথ সশক্তিকরণ’ অভিযান তেমন সফলই হয়নি। প্রথম পর্যায়ে অর্ধেকের বেশি বুথেই পৌঁছতে পারেনি বঙ্গ বিজেপি। বুথ কমিটি তৈরির জন্য কর্মীই পায়নি বলে বিজেপিরই একটা অংশের দাবি। সম্প্রতি সল্টলেকের অফিসে বুথ সশক্তিকরণ অভিযান নিয়ে আলোচনায় বসে বঙ্গ বিজেপি। সেখানেই উঠে আসে এই ছবি।

সূত্রের খবর, জেলাওয়াড়ি রিপোর্টে দেখা গিয়েছে ৬৫ শতাংশ বুথে পৌঁছতে পারেননি বঙ্গ বিজেপি কর্মী সমর্থকেরা। গত বছর দুর্গা পুজোর পরেই বুথ কমিটি চূড়ান্ত করার সময় বেঁধে দিয়েছিলেন বিজেপির সর্বভারতী সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, সেই টার্গেটও পূরণ হয়নি। দুর্বল সংগঠনের জন্য নাকি জেলা থেকে ঠিকমতো রিপোর্টও পাচ্ছেন না রাজ্য নেতৃত্ব বলে জানা গেছে।

এই অবস্থায়, লোকসভা ভোটকে মাথায় রেখে বেসরকারি সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছে বঙ্গ-বিজেপি। যা দেখে অনেকেই বলছেন, সংগঠন মজবুত না হওয়াতেই ভোট কুশলীর সাহায্য নিতে হচ্ছে বিজেপিকে। এ ব্যাপারে পদ্ম শিবিরের রাজ্য নেতৃত্বের কথায়, ‘‘দিল্লি যা সিদ্ধান্ত নেবে তাই হবে। আমাদের এ ব্যাপারে কিছু জানা নেই।’’ যদিও  বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ এই ভোট কুশলীর প্রসঙ্গ কার্যত মেনে নিয়ে বলেন, ‘‘আমাদের দলে এই ধরনের সমীক্ষার কাজ চলতেই থাকে।’’

ভেঙ্কটেশ্বর লাহিড়ী

Published by:Satabdi Adhikary
First published:

Tags: Amit Shah, BJP