Lok Sabha Election Result 2019 LIVE: বাংলায় ২৫টি আসনে এগিয়ে তৃণমূল কংগ্রেস, ১৫টিতে এগিয়ে বিজেপি

 • Share this:

  #কলকাতা: ফল গণনা শুরু হতেই সামনে আসতে শুরু করেছে জনাদেশ ৷ বাংলার বিয়াল্লিশ আসনের মধ্যে কার দখলে ক'টি? ৫৮টি কেন্দ্রে চলছে গণনা। বীরভূম, বোলপুর, হাওড়া, বর্ধমান পূর্ব ও বর্ধমান দুর্গাপুর, মুর্শিদাবাদ, মথুরাপুর, তমলুকে এগিয়ে তৃণমূল। আলিপুরদুয়ার, আসানসোল, কৃষ্ণনগরে এগিয়ে বিজেপি। বহরমপুর ও মালদা দক্ষিণে এগিয়ে কংগ্রেস। বাংলায় তৃণমূলের ঘাড়ে নিশ্বাস ফেলছে বিজেপি ৷

  হাওড়া কেন্দ্রে এগিয়ে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বারাসতে এগিয়ে তৃণমূলের কাকলি ঘোষ দস্তিদার কোচবিহারে এগিয়ে তৃণমূলের পরেশ চন্দ্র অধিকারী কলকাতা উত্তরে এগিয়ে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুরে এগিয়ে তৃণমূলের দিনেশ ত্রিবেদী বসিরহাটে এগিয়ে তৃণমূলের নুসরত জাহান যাদবপুরে এগিয়ে তৃণমূলের মিমি চট্টোপাধ্যায় ৷ শ্রীরামপুরে এগিয়ে তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় উলুবেড়িয়ায় এগিয়ে তৃণমূলের সাজদা আহমেদ তমলুকে এগিয়ে তৃণমূল প্রার্থী দিব্যেন্দু অধিকারী রায়গঞ্জে এগিয়ে তৃণমূলের কানাইলাল আগরওয়াল মুর্শিদাবাদ কেন্দ্রে এগিয়ে তৃণমূলের আবু তাহের

  দার্জিলিংয়ে এগিয়ে বিজেপির রাজু সিং বিস্তা মেদিনীপুরে এগিয়ে বিজেপির দিলীপ ঘোষ রাণাঘাটে এগিয়ে বিজেপি মুকুটমণি অধিকারী ঘাটালে এগিয়ে বিজেপি প্রার্থী ভারতী ঘোষ ঝাড়গ্রামে এগিয়ে বিজেপির কুনার হেমব্রম আলিপুরদুয়ারে এগিয়ে বিজেপির জন বারলা আসানসোলে এগিয়ে বাবুল সুপ্রিয় বিষ্ণুপুরে এগিয়ে বিজেপির সৌমিত্র খাঁ হুগলিতে এগিয়ে লকেট চট্টোপাধ্যায়

  মালদহ দক্ষিণে এগিয়ে কংগ্রেস প্রার্থী আবু হাসেম খান চৌধুরী বহরমপুরে এগিয়ে কংগ্রেসের অধীররঞ্জন চৌধুরী

  এখনও পর্যন্ত কোনও আসনে জয়-পরাজয় নিশ্চিত হয়নি ৷ পোস্টাল ব্যালট গণনা শেষ হয়ে এবার শুরু ইভিএমে ভোট গণনা ৷ ইভিএমে এক রাউন্ড শেষে ট্রেন্ড প্রকাশ ৷ ইভিএম গণনার পর ভিভিপ্যাট গণনা ৷ মিলিয়ে দেখা হবে ভিভিপ্যাটের স্লিপ ৷ প্রতি বিধানসভায় ৫টি ভিভিপ্যাট গণনা ৷ প্রতি লোকসভায় গণনার জন্য লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে ৩৫টি ভিভিপ্যাট ৷

  First published: