Home /News /kolkata /
Election Result Live: বাংলা থেকে মুছে গেল বামেরা, বিজেপির ভোট শেয়ার বেড়ে ৪৩ শতাংশ

Election Result Live: বাংলা থেকে মুছে গেল বামেরা, বিজেপির ভোট শেয়ার বেড়ে ৪৩ শতাংশ

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

 • Share this:

  #কলকাতা: গণনা শুরু হওয়ার পর ঘণ্টা পেরতেই মোটামুটি স্পষ্ট ভোটের ট্রেন্ড ৷ বাংলা থেকে আক্ষরিক অর্থে মুছে যেতে চলেছে বামেদের নাম ও চিহ্ন ৷ বামেদের ভোট শেয়ার শূন্য ৷ গোটা রাজ্যে শুধুমাত্র সিপিআইএম পেয়েছে ৪.৩৬ শতাংশ ৷

  অন্যদিকে, বিজেপির ভোট শেয়ার একলাফে বেড়ে ৪৩ শতাংশ ৷ গণনার প্রথম ঘণ্টার গণনা বলছে এ রাজ্যে তৃণমূলের ভোট শেয়ার দাঁড়িয়েছে ৪৭.৭৮ ৷

  এখনও পর্যন্ত পাওয়া প্রাপ্ত ভোটের শতাংশের হিসেব বলছে,

  অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক-0.00 শতাংশ

  অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস-৪৭.৭৮%

  বিজেপি-৪৩.৯১% বিএসপি-০.১৯%

  সিপিআই-0.00%

  সিপিআইএম-৪.৩৬%

  অল ইন্ডিয়া কংগ্রেস-১.৬১%

  NOTA-০.৯০%

  প্রথমে পোস্টাল ব্যালট গণনা ৷ তারপর ইভিএমে ভোট গণনা ৷ ইভিএমে এক রাউন্ড শেষে ট্রেন্ড প্রকাশ ৷ ইভিএম গণনার পর ভিভিপ্যাট গণনা ৷ মিলিয়ে দেখা হবে ভিভিপ্যাটের স্লিপ ৷ প্রতি বিধানসভায় ৫টি ভিভিপ্যাট গণনা ৷ প্রতি লোকসভায় গণনার জন্য লটারির মাধ্যমে বেছে নেওয়া হবে ৩৫টি ভিভিপ্যাট ৷

  First published:

  Tags: Elections With News18, Lok Sabha elections 2019, Lok Sabha Elections 2019 Result, Verdict 2019 With News18

  পরবর্তী খবর