#কলকাতা: ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় স্থানীয়দের বিক্ষোভে উত্তপ্ত গার্ডেনরিচ। আগুন জ্বালিয়ে, গার্ডেনরিচ-পাহাড়পুর রোড অবরোধ করে বিক্ষোভ চলে। অভিযোগ, ডেঙ্গি রোধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। বিধায়ক গেলে তাঁকে ঘিরেও বিক্ষোভ চলে। এর আগেও গার্ডেনরিচে একজন ডেঙ্গিতে মারা যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় পুলিশ। ওই এলাকায় ইতিমধ্যেই ডেঙ্গিতে মৃত্যু হয়েছে ২ জনের ৷ বর্তমানে প্রায় ৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত বলে জানা গিয়েছে ৷
এদিন বিক্ষোভ দেখানোর সময় কলকাতা পৌরনিগমের ময়লা ফেলার গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় ৷ এলাকাবাসীদের অভিযোগ আবর্জনা পরিষ্কারের কাজ ঠিকমতো করেন না পৌরনিগমের কর্মীরা। এলাকার এক পরিবারের অভিযোগ ডেঙ্গিতে আক্রান্ত তাদের বাড়ির সদস্যদের এসএসকেএম থেকে বাড়ি ফিরে যেতে বলা হয় জায়গার অভাবে ৷ সব মিলিয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে অবরোধ তুলল পুলিশ ৷ লাঠির আঘাতে জখম বেশ কয়েকজন ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Dengue, Dengue in garden rich, Protest, Two died of dengue