কলকাতা: ব্যস্ত সময়ে শিয়ালদহ স্টেশনে ভোগান্তির মুখে অফিস ফেরত যাত্রীরা। এদিন বিকাল সাড়ে ৫টা নাগাদ নৈহাটি-হালিশহরের মাঝে একটি পয়েন্টে বিভ্রাট ধরা পড়ে। সেই বিভ্রাটের জেরে শিয়ালদহ এবং নৈহাটি লাইনের মধ্যে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। দুই পাশ থেকেই প্রচুর লোকাল ট্রেন আটকে যায়।
এমন ভোগান্তির জেরে নাজেহাল অবস্থা হয় অফিস ফেরত যাত্রীদের। একাধিক ট্রেন শিয়ালদহ থেকে নৈহাটির দিকে দেরি করে ছাড়ে। অপরদিকে নৈহাটির দিক থেকে লোকাল ট্রেন আসা ব্যাহত হয়। তবে কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে থাকে।
নৈহাটি-হালিশহরে মধ্যে যে অংশে সমস্যা দেখা গিয়েছিল সেখানে দ্রুত পৌঁছান রেলকর্মীরা। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করার চেষ্টা হয়। ওই অংশে মেরামতের কাজ শুরু হয়। কিছুক্ষণ আগে ধনধান্য এক্সপ্রেস ছাড়া হয়। তার পরে এক এক করে বিভিন্ন লোকাল ট্রেন চলাচল শুরু করে।
আরও পড়ুন,'এটাই নতুন ভারত!' রাহুল শাস্তি পেতেই মুখ খুললেন মমতা, রাজনৈতিক মহলে তুমুল জল্পনা
আরও পড়ুন, রাহুল গান্ধির সাংসদ পদ খারিজ, জানিয়ে দিল লোকসভার সচিবালয়
অফিস টাইমে এমন ভোগান্তি হওয়ায় কার্যত দুর্ভোগে পড়েন নিত্যযাত্রীরা। শিয়ালদহ, বিধাননগরের মতো স্টেশনগুলিতে প্রচুর ভিড় বাড়তে থাকে। ধীরে ধীরে লোকাল ট্রেন পরিষেবা কিছুটা হলেও শুরু হওয়ায় স্বস্তি মেলে যাত্রীদের।
আবীর ঘোষাল
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Local Train