ব্যাঙ্ক-বাজার ডুবছে, বিজেপি হাসছে ৷ উনি যেন একা সৎ, বাকিরা অসৎ ৷ইতিহাস, ভূগোল থেকে সংবিধান ৷ সব বদলে দিচ্ছে মোদি সরকার ৷ এই মোদি সরকারকেও বদলাতে হবে ৷ এনআরসি-র নামে অত্যাচার চলছে ৷ দেশে বিদ্বেষের রাজনীতি চলছে ৷ আমাদের জোটে সবাই নেতা ৷ যে যেখানে শক্তিশালী, সেখানে লড়ুক ৷ প্রধানমন্ত্রী কে হবে, সেটা পরে ঠিক হবে ৷ আমরা আলোচনা করে পরে ঠিক করব : মমতা
উনিশের লক্ষে উনিশের ব্রিগেড। কেন্দ্রে বদলের ডাক। মোদিকে হারাতে কাণ্ডারী মমতা। লোকসভা ভোটের আগে ঐক্যবদ্ধ বিরোধীদের ছবি। আজ কলকাতায় ঐতিহাসিক সমাবেশ। শুধু প্রতিনিধি পাঠিয়ে নয়। এবার মমতার ব্রিগেডের সমর্থনে রাহুলের খোলা চিঠি। মোদিমুক্ত দেশ গড়তে পথ দেখাচ্ছে বাংলা। ইউনাইটেড ইন্ডিয়া র্যালি থেকে বদলের শুরু। বার্তা কংগ্রেস সভাপতির। লোকসভা ভোটের আগে এক মঞ্চে এক প্রাক্তন প্রধানমন্ত্রী, চার মুখ্যমন্ত্রী ও ছয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। কড়া নজরদারির আওতায় ব্রিগেড। দুশোটি পুলিশে পিকেট। ছটি ওয়াচ টাওয়ার। ড্রোনে নজরদারি। থাকবে অতিরিক্ত দশ হাজার পুলিশ, সাদা পোশাকে গোয়েন্দা। তৈরি বিপর্যয় মোকাবিলা দল, অ্যাম্বুল্যান্স।