#কলকাতা: ২১ জুলাই মানে লাখো লাখো মানুষের ভিড়। মিছিলে মিছিলে ছয়লাপ কলকাতা শহর। কিন্তু এবারে পরিস্থিতি একেবারে আলাদা। করোনা সংক্রমণের কারণে জমায়েত করা মানা। তাই ভার্চুয়ালি এবারে আয়োজন করা হয়েছে একুশে জুলাইয়ের সভা। কিন্তু কোথায়, কীভাবে আয়োজিত হচ্ছে এটি? কোথায় দেখা যাবে সভার সম্প্রচার?
তৃণমূলের দলীয় সূত্রে খবর, আলাদা করে কোনও বিশেষ স্ট্রিমিং অ্যাপ নয়, যেভাবে এতদিন ধরে ফেসবুক পেজ ও ইউটিউবে তৃণমূলের বিভিন্ন সভা স্ট্রিম করা হয়েছে, সেভাবেই হবে এবারের ২১ জুলাইয়ের সভাও। অর্থাৎ, বিজেপির মেগা র্যালিতে যেমন একটি বিশেষ স্ট্রিমিং অ্যাপের সাহায্য নেওয়া হয়েছিল, এক্ষেত্রে তা হচ্ছে না। দলীয় স্তরে অন্তত খবর তেমনই। সাধারণ মানুষ যাতে খুব সহজে ফেসবুক পেজ ও ইউটিউবে এই সভায় অংশ নিতে পারেন, তাই সাধারণ নিয়মেই চলবে স্ট্রিমিং। সেখানে অন্য কোনও অ্যাপের সাহায্য দরকার পড়বে না।
অনেক দলের ক্ষেত্রেই ভার্চুয়াল সভায় দেখা যায়, তাঁরা জেলায়, গ্রামে গ্রামান্তরে দলের কথা পৌঁছে দেওয়ার জন্য একেবারে স্থানীয়ভাবে দলের নির্দেশেই এলইডি টিভি বা জায়ান্ট স্ক্রিনের বন্দোবস্ত করেন। তবে, করোনার কারণেই সেই নির্দেশিকাও এড়িয়ে যাচ্ছে তৃণমূল। দলের থেকে স্থানীয়ভাবে স্ক্রিন, প্রোজেক্টর লাগিয়ে সভার দেখানোর জন্য লোক জড় করার কোনও নির্দেশিকা দল জারি করেনি। তবে সঙ্গে এটাও বলা হয়েছে, কেউ যদি মনে করেন, একসঙ্গে, সামাজিক দূরত্ব বজায় রেখে তাঁরা সভার বক্তব্য শুনবেন, তাহলে সেটা তারা করতেই পারেন। কিন্তু দল এই স্থানীয় জমায়েত করার নির্দেশ দিয়েছে, এমনটা নয়।
সবশেষে দল ভরসা রাখছে ইন্টারনেট পরিষেবার স্বাভাবিকত্বের ওপরেই। আলাদা করে কিছু করা হচ্ছে না। দলের তরফে খবর, ‘মানুষ যাতে সহজে এই সভায় অংশ নিতে পারেন, জটিল কোনও পদ্ধতি নেওয়া হচ্ছে না। যেমন করে এতদিন সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিভিন্ন সভার স্ট্রিমিং হয়েছে, এবারেও তেমন ভাবেই হচ্ছে।’ মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল পেজ, ইউটিউব অ্যাকাউন্ট তো আছেই, আরও বেশ কয়েকটি পেজ থেকে একই সঙ্গে এই সভা সম্প্রচারিত হবে হয়ত।
এতদিন ধরে ফেসবুক পেজ ও ইউটিউবে তৃণমূলের বিভিন্ন সভা স্ট্রিম করা হয়েছে, সেভাবেই হবে এবারের ২১ জুলাইয়ের সভাও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 21july, 21July Meeting, Mamata Banerjee