#কলকাতা: আজ ২১ জুলাই, তৃণমূলের বৃহত্তম রাজনৈতিক সমাবেশ। ২৯ বছরে পদার্পণ করল ২১ জুলাইয়ের শহীদ তর্পণ অনুষ্ঠান। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে চলতি বছরে ২১ জুলাই নিয়ে আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। করোনা পরিস্থিতির জেরে গত বছর সমাবেশ হয়েছিল ভার্চুয়াল। তবে সেই ভার্চুয়াল সমাবেশ ঘিরেও উত্তেজনা কম ছিল না৷ এই রাজ্যের পাশাপাশি ভিন রাজ্যের ছবিও ছিল তেমনই।
আরও পড়ুন: 'মন খারাপ হলেও সায় দিচ্ছেন না শরীর', ২১ জুলাই শহিদ সভায় থাকছেন না গৌতম দেব
এবার অবশ্য মূল সমাবেশ হল প্রকাশ্যেই। ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন দুপুর ১'টা নাগাদ। সেখানে থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সুব্রত বক্সী, পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম-সহ গুরুত্বপূর্ণ নেতারা। প্রথম সারির অন্যান্য নেতাদের উপস্থিতিও থাকবে স্বাভাবিকভাবে। ভিন রাজ্যের প্রতি বিধানসভা কেন্দ্রে সভার লাইভ দেখানো হবে একটি কেন্দ্রীয় জায়গায়। সেখানেই মঞ্চ থাকবে৷ সেই রাজ্যের একাধিক নেতারা থাকবেন। জায়েন্ট স্ক্রিন থাকবে। দুপুর ১২টা থেকে হবে সমাবেশ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়ের বক্তব্য লাইভ দেখানো ও শোনানো হবে। যারা কলকাতায় আসতে পারেননি সেই নেতাদের সেখানে হাজির থাকতে বলা হয়েছে
অন্যদিকে ধর্মতলায় থাকবে শহীদ তর্পণের ব্যবস্থা। সকাল ৬টা থেকেই সেখানে হাজির থাকবেন দলের প্রথম সারির নেতারা। কোভিড বিধি মেনেই সব ব্যবস্থা থাকতে বলা হয়েছে। শ্যামবাজার, গিরিশ পার্ক, লেকটাউন, পার্ক স্ট্রিট, এসপ্ল্যানেড, চেতলা, টালিগঞ্জ, হাজরা সহ একাধিক জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিন।
আরও পড়ুন- ২১ জুলাই সভা করছে না বিজেপি! "রাত ৮ টায় সভাতে আসবে কে?" আদালতকে প্রশ্ন শুভেন্দুর
বাংলার পাশাপাশি ভিন রাজ্যেও এবার ২১ জুলাই সমাবেশ ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। উত্তরপ্রদেশে লখনউ, মির্জাপুর, বেনারস, আজমগড়,বরেলিতে পালিত হবে ২১ জুলাই। মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হবে। বক্তৃতা শোনা হবে পার্টি অফিসে বসে। ত্রিপুরার আগরতলায় হবে শহীদ দিবস পালন। কৈলাশহর, ধর্মনগর, উদয়পুর, আমবাসা, আগরতলা শহরে জায়ান্ট স্ক্রিনে শোনানো হবে বক্তৃতা। অসম, মেঘালয়েও শোনানো হবে বক্তৃতা। গুয়াহাটি আর শিলচরে পালিত হবে ২১ জুলাই। মূলত বক্তৃতা শোনানো হবে।এছাড়া বিহার, ঝাড়খন্ডেও পালিত হতে চলেছে ২১ জুলাই। দলের সসর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় জানিয়েছেন, "ভিন রাজ্যেও পালিত হবে ২১ জুলাই। আমাদের নেতারা আসবেন এখানে। অন্য রাজ্যেও সেই বক্তৃতা শোনানো হবে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: 21July Meeting, 21st july 2022