#মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের দাসপুরে নির্বাচনী প্রচার সারলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী ও সিনিয়র বিজেপি নেতা রাজনাথ সিং (Rajnath Singh)৷ মঙ্গলবার মঞ্চে দাঁড়িয়ে আগুন ঝলসালেন রাজনাথ৷
ফের একবার বিজেপি-র শীর্ষ স্থানীয় নেতার মুখে উঠে আসল ভারতের প্রাক্তন অধিনায়ক ও বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নাম৷ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি-র পারফরম্যান্স বোঝাতে গিয়ে রাজনাথ সিং টানলেন সৌরভের 'বাপি বাড়ি যা'র তত্ত্ব৷
সৌরভের ছয় মারার প্রসঙ্গ টেনে এদিন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, "সৌরভ গঙ্গোপাধ্যায় যখন ক্রিজের বাইরে বেরিয়ে আসেন, তখন নিশ্চিত যে, তিনি ছক্কা হাঁকাবেন। তেমনই লোকসভায় আমরা ক্রিজের বাইরে বেরিয়ে এসেছি। এবার নিশ্চিত ভাবে আমরা বিধানসভা নির্বাচনে ছয় মারব ও বিজেপি সরকার গড়বে৷"
Whenever Sourav Ganguly crossed the crease, it was sure that he would hit a six. Likewise, with your support in Lok Sabha, we've crossed the crease & surely we'll hit a 6 in Assembly polls and form BJP govt here: Defence Minister & BJP leader Rajnath Singh in West Midnapore pic.twitter.com/EZIkETKlN2
— ANI (@ANI) March 16, 2021
I want to tell Didi that tolabaazi, appeasement, cut money will not work in West Bengal now. I want to say 'jore chhap, Trinamool saaf': Defence Minister Rajnath Singh in Salboni, west Bengal pic.twitter.com/hEWwXoVHMt
— ANI (@ANI) March 16, 2021
এদিন তূণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেও (Mamata Banerjee) আক্রমণ করতেও ছাড়েননি রাজনাথ সিং৷ তিনি বলছেন, "আমি দিদিকে বলতে চাই যে, তোলাবাজি ও কাটমানি পশ্চিমবঙ্গে নিপাত যাবে৷ আমি বলব, জোড়ে চাপ, তৃণমূল সাফ৷"
সৌরভের বিজেপি-তে যোগদান নিয়ে এখনও গুঞ্জন অব্যাহত৷ এর মধ্যেই ফের একবার সুকৌশলে সৌরভের নাম ভাসিয়ে দিলেন রাজনাথ৷ আর এই মন্তব্যেই ফের রাজনৈতিক মহল অন্য গন্ধ পেতে শুরু করে দিয়েছে৷"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rajnath Singh, Sourav Ganguly