হোম /খবর /কলকাতা /
বিকাশরঞ্জনের পোস্টে শরিকি প্রশ্নের মুখে সিপিএম, সনিয়াকে চিঠি প্রদেশ নেতাদের

Left Congress Alliance: বিকাশরঞ্জনের পোস্ট নিয়ে শরিকি প্রশ্নের মুখে সিপিএম, সনিয়াকে চিঠি দিলেন প্রদেশ নেতারা

সংশয়ে বাম কংগ্রেস জোট ভবিষ্যৎ৷

সংশয়ে বাম কংগ্রেস জোট ভবিষ্যৎ৷

এ দিনই বিকাশরঞ্জন ভট্টাচার্যের পোস্টের (Bikash Ranjan Bhattacharya Facebook Post) কথা উল্লেখ করে বামেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন (Left Congress Alliance) করার জন্য সোনিয়া গাঁধিকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশ৷

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়দের মতো সিপিএম নেতা-নেত্রীদের বিতর্কিত পোস্টকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বামফ্রন্টের বৈঠক৷ সিপিএম নেতাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কেন বিতর্কিত পোস্ট হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলে বাম দলগুলি৷ যদিও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু স্পষ্ট করে দিয়েছেন, এই পোস্টের দায় দলের নয়, ব্যক্তির৷

তবে এর পরেও বাম- কংগ্রেস জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় থেকেই যাচ্ছে৷ কারণ এ দিনই বিকাশরঞ্জন ভট্টাচার্যের পোস্টের কথা উল্লেখ করে বামেদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য সোনিয়া গাঁধিকে চিঠি দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশ৷ অন্যদিকে, কংগ্রেসকে বাদ দিয়েই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মুল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে বাম দলগুলি৷ বামফ্রন্টকে শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বামেদের তরফে দাবি করা হচ্ছে৷

সাঁইবাড়ি হত্যাকাণ্ডের জন্য 'কংগ্রেসি গুন্ডাদের' দায়ী করে পোস্ট করেছিলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য, মীনাক্ষী মুখোপাধ্যায়রা৷ এই পোস্টে তীব্র আপত্তি জানিয়ে সিপিএম রাজ্য সম্পদাক সূর্যকান্ত মিশ্রকে চিঠিও দেয় কংগ্রেস৷ এ দিন এই বিতর্কিত পোস্ট নিয়ে প্রশ্নের মুখেও অবশ্য নিজেদের অবস্থান বদলাননি বিমান বসুরা৷ বামফ্রন্ট চেয়ারম্যান স্পষ্ট করে দেন, দল হিসেবে সিপিএম এই পোস্টকে সমর্থন করে না৷ এই ধরনের বিতর্কিত পোস্ট যাতে না করা হয়, তা নিশ্চিত করতে দলের নেতাদের সতর্ক করা হয়েছে বলেও দাবি করেন বিমান৷

অন্যদিকে, বিতর্কিত এই পোস্টকে হাতিয়ার করেই বামেদের সঙ্গে জোট ছিন্ন করার দাবি জানিয়ে প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গাঁন্ধিকে চিঠি দিয়েছেন বলে খবর৷ যদিও কোন কোন নেতা চিঠি দিয়েছেন, তা প্রকাশ্যে আসেনি৷ কংগ্রেসের মধ্যেই যখন জোট সম্পর্ক ছিন্ন করার দাবি উঠছে তখন বসে নেই বামফ্রন্টও৷ সাম্প্রতিক কালে বেশ কিছু বিষয়ে একসঙ্গে আন্দোলনে নেমেছিল বাম- কংগ্রেস৷ কিন্তু এ দিন বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসকে বাদ দিয়েই আন্দোলনে নামবে তারা৷ সবমিলিয়ে জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয় ক্রমশ বাড়ছে৷

Ujjal Roy

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Congress, Cpim, Left Front