বীরভূমের জনজীবন স্বাভাবিক রয়েছে, ধর্মঘটের সমর্থনে মিছিল করছেন বাম-কংগ্রেস সমর্থকরা৷
#WestBengal: Day-to-day activities in Birbhum district remain unaffected amid a 12-hour bandh call by Left Front in the state
— ANI (@ANI) February 12, 2021
Members of Left parties & Congress protest on roads after workers of Left were allegedly beaten up during a march to Kolkata's Nabanna yesterday pic.twitter.com/N3OC80obUR
নবান্ন অভিযানে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে শুক্রবার বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘট শুরু হয়েছে সকাল ৬টা থেকে। ইতিমধ্যেই বেশ কয়েক ঘণ্টা কেটেছে৷ যদিও কলকাতায় যান চলাচল মোটামুটি স্বাভাবিক রয়েছে৷ রাস্তায় নেমেছে পর্যাপ্ত পরিমাণে সরকারি- বেসরকারি বাস, মিনিবাস। শিয়ালহ-হাওড়া স্টেশনে ভিড় থাকলেও, সেই ভিড় অন্যান্যদিনের তুলনায় অনেকটা কম। তবে শিয়ালহ-বনগাঁ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। সকালে দু-একটি ট্রেন চলে বিড়া-গুমা স্টেশনে ধর্মঘটের জেরে আটকে রয়েছে ট্রেন। ফলে প্রবল সমস্যায় পড়েছেন ট্রেন যাত্রীরা। বেলা বাড়তেই সেই সমস্যা আরও বেড়েছে৷