Home /News /kolkata /
পুরভোটে সন্ত্রাসের অভিযোগে নির্বাচন কমিশনে বাম-কংগ্রেসের বিক্ষোভ

পুরভোটে সন্ত্রাসের অভিযোগে নির্বাচন কমিশনে বাম-কংগ্রেসের বিক্ষোভ

পুরভোট নিয়ে সকাল থেকেই উত্তপ্ত রায়গঞ্জ, পূজালি, ডোমকোল ৷

 • Share this:

  #কলকাতা: পুরভোট নিয়ে সকাল থেকেই উত্তপ্ত রায়গঞ্জ, পূজালি, ডোমকোল ৷ চলে মারধর, ভাঙচুর, বোমাবাজি, গুলি ৷একাধিক জায়গায় কাঠগড়ায় তৃণমূল ৷ রায়গঞ্জে লাগামহীন সন্ত্রাসের অভিযোগে প্রার্থী প্রত্যাহার করে বাম-কংগ্রেস ৷ প্রার্থী তুলে নেয় এসইউসিআই, বিজেপি-ও ৷ ডোমকলেও মাত্রাছাড়া সন্ত্রাসের অভিযোগে প্রার্থী প্রত্যাহার করে কংগ্রেস, বিজেপিও ৷ পুরভোটে অশান্ত পূজালি ৷ দফায়-দফায় বোমাবাজি, ভাঙচুর, গুলি ৷ ইভিএম নিয়ে পালায় দুষ্কৃতীরা ৷ পাহাড়ের চার পুরসভা দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং ও মিরিক। সঙ্গে সমতলের রায়গঞ্জ, ডোমকল ও পূজালি পুরসভায় চলছে নির্বাচন। সাত পুরসভার মধ্যে ডোমকল নতুন পুরসভা।

  আর এই অশান্তি, সন্ত্রাশকে কেন্দ্র করেই বাম ও কংগ্রেস দল কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেসকেই ৷ এই প্রতিবাদে রবিবার দুপুর নাগাদই নির্বাচন কমিশনের বিরুদ্ধে শেক্সপিয়র থানায় অভিযোগ দায়ে করে বাম-কংগ্রেস ৷ থানার সামনে দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভও ৷

  তারপরেই পুরসভা ভোটে অশান্তি অভিযোগ এনে নির্বাচন কমিশনে বাম-কংগ্রেস সামিল হয় বিক্ষোভে ৷ শুধু বিক্ষোভই নয়, কমিশনে স্মারকলিপি দিতে যায় বাম-কংগ্রেস ৷ তবে বিক্ষোভ চললেও, প্রতিনিধিদের সঙ্গে দেখা করেনি কমিশন ৷ এর ফলে বিক্ষোভ আরও বেড়ে যায় ৷ পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা হয় ৷ শুরু হয় পুলিশের সঙ্গে বচসা-হাতাহাতি ৷

  First published:

  Tags: Congress, Cpim, Kolkata, Left Front

  পরবর্তী খবর