#কলকাতা: ইচ্ছে থাকলেই সবসময় উপায় হয় না ৷ গত লোকসভা নির্বাচনে যেমনটা হয়েছিল সিপিএম-কংগ্রেসের।জোট করার জন্য দু'পক্ষই মরিয়া থাকলেও শেষ পর্যন্ত জোট হয়নি। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পুরসভা নির্বাচনে কাজে লাগাতে চায় দুই দলের নেতারা ৷
পুরসভা নির্বাচন আর বেশি দূর নয় ? তা ধরে নিয়েই বেশ কিছুটা আগে থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছিলেন জোটের নেতারা। বেশকিছু ইস্যুতে একসঙ্গে আন্দোলন করতেও দেখা যায় তাঁদের। কিন্তু আসন সমঝোতায় দরকষাকষিতে জোটের উপর যাতে কোনও প্রভাব না পরে সেই দিকেই বেশি জোর দিচ্ছেন নেতারা।
প্রাথমিক ভাবে ঠিক হয়েছে জোট করার ক্ষেত্রে কোনও বাধা যাতে বেশিদূর না গড়ায় সেইদিকে নজর রাখতে হবে। গত পুরসভা নির্বাচনে যারা বিজয়ী তাদেরকেই এবার প্রথম সুযোগ দিতে হবে এবং আগের নির্বাচনে দুই তরফের মধ্য যারা বেশি ভোট পেয়েছে তাদের আগে সুযোগ দিতে হবে। যদিও গত পুরসভার ভোট ও সম্প্রতি লোকসভা নির্বাচনে সেই ক্ষেত্রে তারতম্য হলে আলোচনার মধ্যে সমাধান করতে হবে। তবে সেই ফর্মুলা কী হবে তা নিয়ে খুঁজতে মরিয়া দুই শিবির ৷
কলকাতা পুরসভার ক্ষেত্রে এখনো পর্যন্ত যা খবর ১৪৪টি আসনের মধ্যে ৮০টি আসনে লড়তে পারে বামেরা কংগ্রেসকে ছাড়া হতে পারে ৬৪টি আসন সিপিআইএমএল লিবারেশনের জন্যও নিজেদের থেকে আসন ছাড়তে পারে বামেরা ৷
নিজেদের ক্ষতি হলেও জোট করার জন্য দু'পক্ষই আন্তরিকতা দেখাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। কারণ লোকসভা নির্বাচনে জোট করার জন্য আলিমুদ্দিন স্ট্রিট কেন্দ্রীয় কমিটির বৈঠকে সুর চড়িয়েছিল সপ্তমে। জোট করার ক্ষেত্রে হাইকমান্ডের কাছে সওয়াল করেছিলেন প্রদেশ নেতৃত্বও। সেক্ষেত্রে জোট না হওয়াতে দলের কাছে যেমন প্রশ্নের মুখে পড়তে হয়েছিল রাজ্য নেতৃত্বকে তেমনই বিশ্বাসযোগ্যতা হারিয়েছিল রাজ্যবাসীর কাছে। তাই পুরসভা নির্বাচনে সেই 'বিশ্বাস' ফিরে পেতে তৎপর দুই দলের নেতারা। তাই পুরসভা ভোটে দল নয় নেতারা জোটের প্রতিই বেশি যত্নবান হবেন বলেই মনে করা হচ্ছে
Ujjal Roy
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KMC Election, Left Front-Congress