#কলকাতা: এবার ভিশনেই হবে পরবর্তী ঝুলনের খোঁজ। ছেলেদের পাশাপাশি মেয়েদেরও এবার ট্রেনিং দেবেন লক্ষ্মণ, মুরলিরা। সৌরভের স্বপ্নের প্রকল্পে ঢুকতে চলেছে মহিলা ক্রিকেট। ঝুলনদের সঙ্গে রোডম্যাপ নিয়ে আলোচনায় চান সৌরভ-অভিষেক।
বিশ্বকাপের মঞ্চে হৃদয় জিতেছেন মিতালি-ঝুলনরা। মহিলা ক্রিকেট নিয়ে নড়েচড়ে বসেছে বিসিসিআই। একই পথে হেঁটে উদ্যোগী সিএবি-ও। ভবিষ্যতের ঝুলন খুঁজে আনতে এবার ভিশন ২০২০ প্রকল্পের আওতায় আনা হচ্ছে মহিলা ক্রিকেটকেও। লক্ষ্মণ, মুরলি, টি এ শেখরদের ক্যাম্পেই চলবে পরবর্তী ঝুলনের খোঁজ। ভিশনে অর্ন্তভুক্ত হলে মেয়েদের ক্রিকেটের উন্নতি হবে বলে আশাবাদী সৌরাশিস লাহিড়িও।
মহিলা ক্রিকেটের উন্নতিতে ঝুলনের সঙ্গে আলাদা করে কথা বলবে সিএবি। মতামত নেওয়া হবে প্রাক্তনদের। মহিলা ক্রিকেটের চেয়ারপার্সন মিঠু মুখোপাধ্যায় আগেই জানিয়েছিলেন তাঁর রোডম্যাপ তৈরি। এবার সেই রোডম্যাপ নিয়েই আলোচনায় বসতে চান সৌরভ-অভিষেকরা।
সিএবি যতই অভিনব ভাবনায় এগোক, ক্লাব ক্রিকেটের মানসিকতায় কোনও বদল নেই। স্থানীয় ক্লাব ক্রিকেটে মেয়েদের দল গড়া নিয়ে এখনও আগ্রহ দেখায়নি কোনও ক্লাব। ঢাল করা হচ্ছে টাকার অভাবকেই।