কলকাতা: দুয়ারে সরকারের প্রথম দিনেই সাড়ে ৫ লক্ষ মানুষ রাজ্যজুড়ে ক্যাম্পগুলিতে এসছে বলেই দাবি করলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। তবে প্রথম দিনেই লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম জনপ্রিয়তার তালিকায় এসেছে বলেই নবান্ন সূত্রে খবর। এ দিন মুখ্য সচিব জানান "১ লক্ষ ৩৫ হাজারের বেশি আবেদন লক্ষীর ভাণ্ডার প্রকল্পে এসেছে প্রথম দিনই।
লক্ষীর ভাণ্ডারের নিয়মে সরলীকরণ করা হয়েছে। আগে স্বাস্থ্যসাথী কার্ড না থাকলে লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারতেন না। কিন্তু এখন স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন। তার জন্য লক্ষীর ভান্ডার আবেদনের উৎসাহ বেশি দেখা যাচ্ছে।"
এদিন মুখ্য সচিব জানান প্রথম দিন ১৫,১৩২ টি ক্যাম্প আয়োজন করা হয়েছে গোটা রাজ্য জুড়ে। লক্ষীর ভাণ্ডারের পাশাপাশি বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে এক লক্ষ ৭০ হাজার মানুষ, বিধবা পেনশনের জন্য ২১ হাজারের বেশি আবেদন, স্বাস্থ্য সাথীর জন্য ৬০ হাজার আবেদন প্রথম দিনই জমা পড়েছে।
আরও পড়ুন, ভাড়া শুরু মাত্র ৫ টাকা দিয়ে! কবি সুভায়-রুবি রুটে ভাড়া ঘোষণা করল মেট্রো
আরও পড়ুন, ঘাড়ের গঠনই জানিয়ে দেয় কার চরিত্র ঠিক কেমন! জানুন সামুদ্রিক শাস্ত্র কী বলছে
মোট ৪৮৭৫টি মোবাইল ক্যাম্প আজ হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্য সচিব। প্রসঙ্গত এ দিন দুয়ারে সরকারের প্রথম দিনেই হুগলির কয়েকটি ক্যাম্প পরিদর্শন করেন মুখ্য সচিব। ক্যাম্প পরিদর্শন করার পাশাপাশি বিভিন্ন পরিষেবা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন মুখ্য সচিব। এদিন সাংবাদিক সম্মেলনে মুখ্য সচিব দাবি করেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়েও ভালো সাড়া পাওয়া যাচ্ছে দুয়ারে সরকার ক্যাম্পে।
প্রসঙ্গত শনিবার থেকে দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয় আগামী ১০ এপ্রিল পর্যন্ত চলবে। ১১ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। ইতিমধ্যেই দুয়ারে সরকার ক্যাম্প নিয়ে বিভিন্ন জেলায় জেলায় গাইডলাইন পাঠানো হয়েছে নবান্নের পক্ষ থেকে। এ বার দুয়ারে সরকারের ক্যাম্পে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন্য থাকবে অভিযোগ বাক্স। এই অভিযোগ বাক্সগুলিতে জমা করা অভিযোগের প্রেক্ষিতে সরাসরি নজরদারি ও চালানো হবে।
এবারই প্রথম বুথ ভিত্তিক দুয়ারে সরকার ক্যাম্প চলছে। তবে দুয়ারে সরকার ক্যাম্পের জন্য কোন স্কুল বন্ধ নেই বলেই এদিন দাবি করেছেন মুখ্য সচিব। তবে এই বিষয়ে খোঁজ-খবর নেবেন বলেও তিনি দাবি করেন। এবার ৩৩টি সরকারি পরিষেবার জন্য আবেদন নেওয়া হবে। প্রত্যেকটি দুয়ারে সরকার ক্যাম্পে থাকবে স্বাস্থ্য শিবির ও। এবারে দুয়ারে সরকার ক্যাম্পকে কেন্দ্র করে মোট ৪৪ জন সিনিয়র অফিসারকে সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। সবমিলিয়ে প্রথম দিনেই দুয়ারে সরকার ক্যাম্পে ভাল সাড়া মিলেছে বলেই এদিন দাবি করেন মুখ্য সচিব।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Duare Sarkar