#কলকাতা: কাউকে কিছু না জানতে দিয়ে আচমকা মন্ত্রীত্ব ছাড়লেন লক্ষ্মীরতন শুক্লা। হাওড়ার জেলাসভাপতির পদও ছাড়লেন তিনি। বিজেপি যখন বলছে তৃণমূলে কাজ করা যাচ্ছে না তাই একে একে বেরোচ্ছেন অনেকে, তৃণমূল মেনে নিচ্ছে লক্ষ্মীর ইস্তফা বড় ধাক্কা।
আজ সৌগত রায় দলে লক্ষ্মীর গুরুত্ব মেনে নেন এক বাক্যে। নিউজ১৮-কে বলেন, "ও ভাল মন্ত্রী, সবাই ওঁকে পছন্দ করত। ওঁকে ফিরিয়ে আনা দরকার। আমি আবেদন করব লক্ষ্মী পদত্যাগপত্র তুলে নিন।" তিনি আরও বলেন," দলের তোমাকে প্রয়োজন। দল ছেড়ো না।"
দিন কয়েক আগেই লক্ষ্মী নিউজ১৮ বাংলাকে বলেছিলেন, "দল গড়তে এসেছি, দল ভাঙতে আসিনি। বাঁকা পথে হাঁটব না।" তাহলে কেন মন বদল? শোনা যাচ্ছে ঘনিষ্ঠমহলে লক্ষ্মী জানিয়েছিলেন জেলার নেতৃত্বর জন্যই কাজ করতে অসুবিধে হচ্ছে। ১ জানুয়ারি প্রতিষ্ঠাদিবসের অনুষ্ঠানেও তাঁকে ডাকা হয়নি। সেই প্রসঙ্গ তুললে সৌগত রায় বলেন, ওঁর ক্ষোভ রয়েছে জানতাম না। রীতিমতো অনুনয়ের শুরেই তাঁকে বলতে শোনা যায়, লক্ষ্মী তুমি ফিরে এসো।
লক্ষ্মী যদিও বিধায়কের পদ ছাড়েননি। তাঁর বক্তব্য এখন পুরোবোর্ড নেই তাই পদ ছাড়ছেন। রাজনীতি থেকেই সাময়িক অবসর চান তিনি। কিন্তু জল্পনার জায়গাটা রাজীব-লক্ষ্মী একই সময়ে বেসুরো হওয়া নিয়ে। তবে কি তাঁরা জেলা নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভে যৌথভাবেই কোনও সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন, জানতে মুখিয়ে বাংলা।