হোম /খবর /কলকাতা /
'জেরা কি কলকাতায় করা যেত না,' অনুব্রত প্রসঙ্গে বললেন কুণাল

Kunal Ghosh: 'জেরা কি কলকাতায় করা যেত না,' অনুব্রত প্রসঙ্গে বললেন কুণাল

অনুব্রত প্রসঙ্গে বললেন কুণাল

অনুব্রত প্রসঙ্গে বললেন কুণাল

Kunal Ghosh: বিষয়টি নিয়ে এদিন বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

  • Share this:

কলকাতা: মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লিতে নিয়ে যাওয়া হবে অনুব্রত মণ্ডলকে। বিষয়টি নিয়ে এদিন বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

কুণাল ঘোষ বলেন, "রাজনৈতিক মন্তব্য করার জায়গা নেই। এটা ঘটনা যে, দিল্লি নিয়ে যাওয়া কোনও সুস্থ, স্বাভাবিক ঘটনা নয়। আইনজীবীরা অবশ্যই তাঁদের কথা বলবেন। আসলে পঞ্চায়েত ভোটের আগে একটা সংগঠককে সরানো হচ্ছে। যদিও শুভেন্দুর মতো এফআইআরে নাম থাকা ব্যক্তি বাইরে। জেরা কি কলকাতায় করা যেত না? আসলে এটা নিয়ে একটা রাজনীতি চলছে।"

তিনি আরও বলেন, "উনি অসুস্থ বোধ করলে জানাবেন। আনার সময়ে পরিচিত মানুষের সঙ্গে দেখা এটা একটা কাকতালীয়। ওনারা লুকিয়ে কেন দেখা করবেন? জেলে গিয়েও দেখা করতে পারতেন। এর মধ্যে বিরাট চক্রান্ত খোঁজার কারণ নেই। বন্দি ট্রান্সফার নিয়ে যাঁরা জানেন, তাঁদের কাছে এটা সাধারণ। আদালতের অনুমতিতেই ট্রান্সফার হয়। সাধারণ ঘটনাকে অতিরঞ্জিত করা ঠিক নয়। এই ধরণের কুৎসিত নাটক করার দরকার নেই।"

কুণাল বলেন, "চতুর্থ শ্রেণীর রাজনীতি করছে। যার বিরুদ্ধে অভিযোগ করেছে, তাদের আবার দলে এনে নেতা মানায়। এদের গঙ্গাজল দেওয়া মানায় না। গোটা বিজেপি গঙ্গায় ডুবে স্নান করলেও দুর্নীতি মুক্ত হবে না।তৃণমূল কংগ্রেস কোনও ব্যক্তিকে নিয়ে মাথা ঘামাবে না।"

আরও পড়ুন, মিলেছে ফিট সার্টিফিকেট! সন্ধ্যার বিমানেই অনুব্রতকে নিয়ে যাওয়া হবে দিল্লিতে

আরও পড়ুন, 'চোর, চোর!' অনুব্রতকে দেখেই চিৎকার বিমানবন্দরে, শেষ মুহূর্তেও বায়না কেষ্টর

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যাতেই দিল্লির উদ্দেশ্য যাত্রা করবেন অনুব্রত মণ্ডল। এদিন জোকা ইএসআই হাসপাতালে তাঁর শারীরিক পরীক্ষা হয়। তার পরে তাঁকে ফিট সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। এর পরেই শুরু হয় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার পালা। জানা গিয়েছে, এখন অনুব্রতকে নিয়ে আসা হয়েছে কলকাতা বিমানবন্দরে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে দিল্লিগামী একটি বিমানে অনুব্রতকে নিয়ে রওনা দেবেন ইডি আধিকারিকরা। অনুব্রতর সঙ্গে একজন চিকিৎসক এবং ৩ জন ইডি আধিকারিক থাকবেন বলে সূত্রের খবর।

আবীর ঘোষাল

Published by:Suvam Mukherjee
First published:

Tags: Anubrata Mondal, Kunal Ghosh