কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় সম্পত্তির পরিমাণ ছিল মোট ২ লক্ষ টাকা৷ অন্তত নির্বাচনী হলফনামায় তিনি এমনই জানিয়েছিলেন৷
সেই নেতা বা নেত্রীই সম্প্রতি একটি ২২ লক্ষ টাকা দামের গাড়ি কিনেছেন বলে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের৷ তাও আবার নগদে৷ এমন কি, গাড়ি কিনে শোরুমে ছবিও তুলতে চাননি তিনি! কোন নেতানেত্রী এমন কাণ্ড ঘটিয়েছেন, তা না বললেও এমনই রহস্যময় ট্যুইটে সোমবার সকালে বঙ্গ রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷
Total rs 2 lacs asset in 2021 election affidavit. Now, he has paid approx rs 22 lacs to buy a car by an one time payment. Requested showroom not to take key handover picture of him with new car. Who is he? ( next tweet at 11am)
— Kunal Ghosh (@KunalGhoshAgain) March 28, 2023
তৃণমূল নেতা অবশ্য জানিয়েছেন, বেলা এগারোটায় তিনি পরবর্তী ট্যুইট এ বিষয়ে আরও তথ্য সামনে আনবেন৷ তবে তাঁর নিশানায় যিনি রয়েছেন, তিনি যে একজন পুরুষ, ট্যুইটে সেই ইঙ্গিতও দিয়েছেন কুণাল৷
আরও পড়ুন: নজরে শুভেন্দু গড়, পঞ্চায়েত ভোটের আগেই পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা
গাড়ি নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্ক অবশ্য নতুন নয়৷ সম্প্রতি বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে ইডি-র ডাক পান অভিনেতা বনি সেনগুপ্ত৷ তদন্তে উঠে আসে, কয়েক বছর আগে বনিকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল৷ চাপে পড়ে অবশ্য ইডি-কে সেই টাকা ফিরিয়ে দেন অভিনেতা৷
নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতিতে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বিরোধীদের নিশানায় রয়েছেন শাসক দলের নেতারা৷ পাল্টা বিজেপি, সিপিএম নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, বেনিয়মের অভিযোগ সামনে নিয়ে এসেছে শাসক দল৷ তবে কুণালের আজকের ট্যুইটের নিশানায় কে, তা এখনও স্পষ্ট নয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Ghosh, TMC