হোম /খবর /কলকাতা /
২০২১-এ ২ লাখের সম্পত্তি, ২০২৩-এ নগদে ২২ লাখের গাড়ি! কুণালের নিশানায় কে?

Kunal Ghosh: ২০২১-এ ২ লাখের সম্পত্তি, ২০২৩-এ নগদে ২২ লাখের গাড়ি! নিশানায় কোন নেতা, রহস্য বাড়ালেন কুণাল

কুণালের রহস্য ট্যুইটে জল্পনা।

কুণালের রহস্য ট্যুইটে জল্পনা।

তৃণমূল নেতা অবশ্য জানিয়েছেন, বেলা এগারোটায় তিনি পরবর্তী ট্যুইট এ বিষয়ে আরও তথ্য সামনে আনবেন৷

  • Share this:

কলকাতা: ২০২১-এর বিধানসভা নির্বাচনের সময় সম্পত্তির পরিমাণ ছিল মোট ২ লক্ষ টাকা৷ অন্তত নির্বাচনী হলফনামায় তিনি এমনই জানিয়েছিলেন৷

সেই নেতা বা নেত্রীই সম্প্রতি একটি ২২ লক্ষ টাকা দামের গাড়ি কিনেছেন বলে দাবি তৃণমূল নেতা কুণাল ঘোষের৷ তাও আবার নগদে৷ এমন কি, গাড়ি কিনে শোরুমে ছবিও তুলতে চাননি তিনি! কোন নেতানেত্রী এমন কাণ্ড ঘটিয়েছেন, তা না বললেও এমনই রহস্যময় ট্যুইটে সোমবার সকালে বঙ্গ রাজনীতিতে জল্পনা বাড়িয়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ৷

তৃণমূল নেতা অবশ্য জানিয়েছেন, বেলা এগারোটায় তিনি পরবর্তী ট্যুইট এ বিষয়ে আরও তথ্য সামনে আনবেন৷ তবে তাঁর নিশানায় যিনি রয়েছেন, তিনি যে একজন পুরুষ, ট্যুইটে সেই ইঙ্গিতও দিয়েছেন কুণাল৷

আরও পড়ুন: নজরে শুভেন্দু গড়, পঞ্চায়েত ভোটের আগেই পূর্ব মেদিনীপুর সফরে যাচ্ছেন মমতা

গাড়ি নিয়ে বঙ্গ রাজনীতিতে বিতর্ক অবশ্য নতুন নয়৷ সম্প্রতি বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতার সূত্রে ইডি-র ডাক পান অভিনেতা বনি সেনগুপ্ত৷ তদন্তে উঠে আসে, কয়েক বছর আগে বনিকে বিলাসবহুল একটি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল৷ চাপে পড়ে অবশ্য ইডি-কে সেই টাকা ফিরিয়ে দেন অভিনেতা৷

নিয়োগ সহ বিভিন্ন দুর্নীতিতে গত বিধানসভা নির্বাচনের পর থেকেই বিরোধীদের নিশানায় রয়েছেন শাসক দলের নেতারা৷ পাল্টা বিজেপি, সিপিএম নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, বেনিয়মের অভিযোগ সামনে নিয়ে এসেছে শাসক দল৷ তবে কুণালের আজকের ট্যুইটের নিশানায় কে, তা এখনও স্পষ্ট নয়৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Kunal Ghosh, TMC