#কলকাতা: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে অমিত শাহের সঙ্গে বিজেপি নেতারাও হাজির হওয়ায় কটাক্ষ করল তৃণমূল৷ শুক্রবার সৌরভের বাড়িতে অমিত শাহ বাদে বাকি বিজেপি নেতাদের উপস্থিতি এবং নৈশভোজে অংশ নেওয়া নিয়ে তীব্র কটাক্ষ করে ট্যুইট করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ৷ বিদ্রুপের সুরে তৃণমূল নেতা প্রশ্ন তুলেছেন, 'বিজেপি-র বাকি নেতারাও কি আমন্ত্রিত ছিলেন?'
শুক্রবার সৌরভের আমন্ত্রণে তাঁর বাড়িতে নৈশভোজে সারতে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ অমিত শাহের সঙ্গেই সৌরভের বাড়িতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্তের মতো বিজেপি নেতারা৷ ছিলেন বিজেপি-র আর এক কেন্দ্রীয় নেতা অমিত মালব্যও৷
আরও পড়ুন: ফুল দিয়ে বরণ সৌরভের, নিজের হাতে খাওয়ালেন ডোনা, বাঙালি মেনুতে মিটল শাহি সাক্ষাৎ
অমিত শাহের সঙ্গে বাকি বিজেপি নেতারা আদৌ সৌরভের বাড়িতে আমন্ত্রিত ছিলেন কি না, তা নিয়েই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়ি যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন, বিজেপির অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি, নেতার পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গেছেন?'
আরও পড়ুন: অমিত শাহকে মা চণ্ডীর দর্শন করালেন সৌরভ, রাজনীতি নয়, কী আলোচনা হল দু' জনের?
শুক্রবার সকাল থেকেই কাশীপুরে দলীয় কর্মী অর্জুন চৌরাসিয়াকে খুনের অভিযোগ তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপি নেতারা৷ মৃত বিজেপি কর্মীর বাড়িতেও যান অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিখ্যাত ক্রিকেটারের বাড়ি যেতেই পারেন। ব্যক্তিগত সম্পর্ক। প্রশ্ন, বিজেপির অন্য নেতারাও কি আমন্ত্রিত ছিলেন, নাকি, নেতার পিছনে ঘুরতে ঘুরতে বিনা আমন্ত্রণে ঢুকে খেতে বসে গেছেন? কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল!! pic.twitter.com/GnbQ6XkBWm
— Kunal Ghosh (@KunalGhoshAgain) May 6, 2022
সেই ঘটনার প্রসঙ্গ টেনে বিজেপি নেতাদের কটাক্ষ করে কুণাল ঘোষ আরও লিখেছেন, 'কাশীপুরে মৃত্যু নিয়ে দিনভর কুৎসা আর কুম্ভীরাশ্রুতে যা পরিশ্রম গেল!!'
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী শুক্রবার রাত আটটা নাগাদ সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ৷ পঞ্চাশ মিনিট মতো সেখানে ছিলেন তিনি৷ নৈশভোজ ছেড়ে রাত ৮.৫০-এ সৌরভের বাড়ি থেকে বেরিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ তবে এ দিনের সাক্ষাতে কোনও রাজনৈতিক আলোচনা হয়নি বলেই সূত্রের খবর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।