কলকাতা: তদন্ত প্রক্রিয়া নিয়ে এদিন বিচারকের তীব্র ভর্ৎসনার মুখে পড়ে তদন্তকারী সংস্থা সিবিআই। বিষয়টি আক্রমণের সুর চড়ালেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, 'তদন্ত তো সিবিআই না করে সিআইডি করতেই পারত।'
কুণাল ঘোষ জানান, "আদালত এই তদন্তে সিবিআইকে দিয়েছে। যদিও আদালত খুশি নয়। সিবিআইকে বিচারপতি ভৎর্সনা করছেন, সমালোচনা করছেন। ভুল হলে সংশোধন হয়। অপরাধ হলে শাস্তি হয়। কিন্তু কি ভীষণ তাড়া? এবার সিবিআইকে দিলাম এরকম একটা আস্ফালন চলে এসেছিল। শুনেছিলাম অফিসার ভুল। আজ শুনলাম পদ্ধতি ভুল। এই তদন্ত তো সিবিআই না করে সিআইডি করতেই পারত। আদালতের তিরস্কার থেকে পরিষ্কার সিবিআই কি করছে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে কাদা ছোঁড়া হচ্ছে। শুধু তৃণমূলের দিকে কালি ছেটানো। আর দিলীপ-শুভেন্দু বাইরে ঘুরে বেড়াবেন এটা হয় না।"
তিনি বলেন, "উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিকৃত প্রচার করা হচ্ছে। এটা পুলিশের কমিউনিটি প্রোগ্রাম। একেবারে পড়ানোর ব্যাপারে যাঁরা দক্ষ, তাঁরা সোশ্যাল সার্ভিস দেবেন। এটা বহুদিন ধরে চলে আসছে। অকারণ বিতর্ক চাপিয়ে দেওয়া হলে, সেটা বন্ধ হলে একটা প্রভাব পড়বে। পুলিশ ভ্যালু অ্যাডেড প্রোগ্রাম করলে কি অসুবিধা আছে? এর সঙ্গে অন্য কিছুর সম্পর্ক নেই। এবার পুলিশ রক্তপরীক্ষা করলে বলবেন তো, স্বাস্থ্য ব্যবস্থা দেখছে সিভিক পুলিশ? এর সঙ্গে মূল পাঠ্যক্রমের যোগ নেই।"
আরও পড়ুন, 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
আরও পড়ুন,'ভুয়ো' কাস্ট সার্টিফিকেট দেখিয়েও SSC-তে চাকরি! রাজ্যকে তীব্র ভর্ৎসনা আদালতের
তিনি আরও বলেন, "বিজেপি বলছে প্রদর্শনী করবে, করুক। তার আগে জেনে রাখুন, প্রথম ছবি যেন, আপনাদের দলীয় কার্যালয় থেকে প্রকাশ করা কাগজে মোড়া টাকা নেওয়া শুভেন্দুর ছবি যেন থাকে। দ্বিতীয় ছবি যেন থাকে, নিশীথ প্রামাণিকের হয়। তৃতীয় ছবি যিনি বলেছিলেন ৬২ জনকে নিয়োগ দিয়েছি। আর বিজেপির বিরুদ্ধে দেশ জুড়ে যা অভিযোগ, এখানে যা অভিযোগ তা নিয়ে প্রর্দশনী করলে আমাদের ব্রিগেড ময়দান ভাড়া করতে হবে।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Kunal Ghosh